Yash Gossips: রাবণ হতে কত নিচ্ছেন যশ?

পরিচালক নীতিশ তিওয়ারির রামায়ণে রাবণের ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশ। দক্ষিণী এই সুপারস্টার বর্তমান সময়ে সারা দেশের রকি ভাই নামে জনপ্রিয়।

Yash Gossips: রাবণ হতে কত নিচ্ছেন যশ?
| Edited By: | Updated on: Nov 11, 2023 | 4:14 PM

পরিচালক নীতিশ তিওয়ারির রামায়ণে রাবণের ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশ। দক্ষিণী এই সুপারস্টার বর্তমান সময়ে সারা দেশের রকি ভাই নামে জনপ্রিয়। তাঁর অভিনীত পরপর দুটি ছবি সুপারহিট। যশের কেজিএফ ৩ এর সাফল্যের পর নীতিশ তিওয়ারির এই এপিক্যাল মুভিতে তিনি। এই ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর।

সীতার ভূমিকায় দক্ষিণী সুপারস্টার সাই পল্লবী। হনুমানের চরিত্রে অভিনয় করবেন সানি দেওল। জানেন এই ছবির জন্য কত পারিশ্রমিক নেবেন যশ? শোনা যাচ্ছে রামায়ণের জন্য যশ নিতে চলেছেন ১৫০ কোটি। যশের বলিউডে ডেবিউ হবে এই ছবিতে। এই ছবিতে পুরুষোত্তম রামের চরিত্রে অভিনয়ের জন্য নিরামিষ খাচ্ছেন রণবীর কাপুর। তিনি ছেড়েছেন মদ্যপান। বন্ধ করেছেন লেট নাইট পার্টি। দক্ষিণী সুপারস্টার যশ তাঁর প্রথম বলিউডি ছবিতে কতটা ঝড় তোলেন সেটাই এখন দেখার।

Follow Us: