KIFF News: ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কী হতে চলেছে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 15, 2023 | 9:28 PM

KIFF 2023: আগামী ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। থাকছে একগুচ্ছ চমকও। কে আসবেন, কে আসবেন না, তা-ও জানা গিয়েছে ইতিমধ্যেই... এক-এক করে। ২৮তম চলচ্চিত্র উৎসব চলেছিল গত বছর ১৫ থেকে ২২ ডিসেম্বর।