Jacques Kallis in IPL: দাদা জ্যাক কালিস আউট, সেলিব্রেশনে মত্ত বোন

Supriyo Ghosh

Supriyo Ghosh |

Updated on: Mar 30, 2023 | 9:18 PM

IPL 2009: জ্যাক কালিসের বোন জেনিন কালিস এক সময় ছিলেন আইপিএলের চিয়ারলিডার। এক ম্যাচে আরসিবির কালিস আউট হতেই এক মুখ হাসি নিয়ে সিএসকের চিয়ারলিডার জেনিন মঞ্চে উঠে নেচেছিলেন। কালিস অবশ্য বোনের নাচ দেখে হতাশ হননি।

অতীতে আইপিএলে ক্রিকেট প্রেমীরা উপভোগ করতে পারত চিয়ারলিডারদের নাচ। আইপিএল শুরু হওয়ার সময় প্রত্যেক দলের আলাদা আলাদা চিয়ারলিডার থাকত। তাঁরা দলের সাফল্যে নাচ করে উচ্ছ্বাস প্রকাশ করত। বর্তমানে আর চিয়ারলিডাররা আইপিএলের সঙ্গে যুক্ত নন। অতীতে আইপিএলে এমন এক ক্রিকেটার অতীতে খেলেছিলেন, যাঁর বোন ছিলেন এক দলের চিয়ারলিডার। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা জ্যাক কালিস আইপিএলের প্রথম মরসুম থেকেই এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। শুধু তিনি নন, তাঁর বোনও আইপিএলের সঙ্গে যুক্ত ছিলেন। অবাক হচ্ছেন? আসলে জ্যাক কালিসের বোন জেনিন কালিস এক সময় ছিলেন আইপিএলের চিয়ারলিডার। ২০০৯ সালে ভারতে লোকসভা নির্বাচনের জন্য আইপিএল সে বার দেশে হয়নি। তার বদলে আইপিএলের আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। সে বারই জ্যাক কালিসের বোনকে আইপিএলের চিয়ারলিডার হিসেবে দেখা গিয়েছিল। তিনি চেন্নাই সুপার কিংসের চিয়ারলিডার গ্রুপে ছিলেন। অন্যদিকে তাঁর দাদা জ্যাক কালিস সে বার ছিলেন আরসিবি শিবিরে। দাদা আউট হয়ে একদিকে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, অন্যদিকে বোন সেলিব্রেট করছেন। দাদা জ্যাক কালিস আউট হওয়ায় হতাশ হননি বোন জেনিন। বরং তিনি পেশাদারিত্বের পরিচয় দিয়েছিলেন। আরসিবির কালিস আউট হতেই এক মুখ হাসি নিয়ে সিএসকের চিয়ারলিডার জেনিন মঞ্চে উঠে নেচেছিলেন। কালিস অবশ্য বোনের নাচ দেখে হতাশ হননি। এই প্রসঙ্গে কালিস বলেন, ‘ছেলেবেলা থেকেই জেনিনের নাচের প্রতি বিশেষ আগ্রহ ছিল। চেন্নাই সুপার কিংসে ও সুযোগ পেয়েছিল। ওর জন্য আমার পুরো পরিবার গর্বিত। চেন্নাইয়ের বিরুদ্ধে সে দিন আমি আউট হওয়ার পরে জেনিন খুব ভালো নেচেছিল। চেন্নাইয়ের বিরুদ্ধে ওই ঘটনার পরে যখনই খেলতে নামতাম, আরও সতর্ক হয়ে যেতাম’।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla