AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kangana Ranaut: আমির খানের মেয়ের বিয়েতে এসে জয় শ্রীরাম ধ্বনি দিতে দেখা গেল কঙ্গনাকে

Kangana Ranaut: আমির খানের মেয়ের বিয়েতে এসে জয় শ্রীরাম ধ্বনি দিতে দেখা গেল কঙ্গনাকে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jan 14, 2024 | 11:17 PM

Share

আমির খানের মেয়ের বিয়েতে হাজির হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। অতীতে আমিরকে একাধিক বার কটূক্তি করলেও আইরার বিয়ে মিস করলেন না তিনি। ফটোশুটের সময় একাধিক বার জয় শ্রী রাম ধ্বনি দিতেও দেখা গেল তাঁকে।

অস্ত্রোপচার অমিতাভের

হাতে অস্ত্রোপচার হয়েছে অমিতাভ বচ্চনের। সম্প্রতি তাঁর ব্লগে এমনই জানিয়েছেন অভিনেতা। ডান হাতে করা হয়েছে ব্যান্ডেজ। কী কারণে অস্ত্রোপচার তা খোলসা না করলেও অমিতাভ জানিয়েছেন, ভাল আছেন তিনি।

আইরার রিসেপশন
শাহরুখ খান থেকে সলমন খান, তালিকায় একগুচ্ছ সেলেবস্টার। হয়ে গেল আমির খানের মেয়ে আইরা খানের রিসেপশন। নবদম্পতিকে আশীর্বাদ জানাতে এদিন গোটা বলিউড উপস্থিত হয়েছিলেন ভেনুতে। তালিকা থেকে বাদ পড়েনি অম্বানী পরিবারও।

এলেন না কিরণ

আমির খানের প্রথম পক্ষের মেয়ে আইরা খানের বিয়েতে হাজির হলেও রিসেপশনে এলেন না আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। কেন? আমির জানিয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন কিরণ, সেই কারণেই এই অনুপস্থিতি।

 

জয় শ্রীরাম ধ্বনি

আমির খানের মেয়ের বিয়েতে হাজির হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। অতীতে আমিরকে একাধিক বার কটূক্তি করলেও আইরার বিয়ে মিস করলেন না তিনি। ফটোশুটের সময় একাধিক বার জয় শ্রীরাম ধ্বনি দিতেও দেখা গেল তাঁকে।

জুহি-জয়কে নিয়ে ঠাট্টা

আমির খান ও জুহি চাওলার বন্ধুত্বের কথা বি-টাউনে কে না জানেন? সেই আমির খানের মেয়ের বিয়েতে হাজির হয়েছিলেন জুহি। সঙ্গে ছিলেন তাঁর স্বামী জয় মেহতা। কিন্তু সেই বিয়েতে এসে যে তাঁকে যে শুনতে হবে এমন কথা তা হয়তো ভাবতেই পারেননি নায়িকা। স্বামী জয় মেহতার সঙ্গে হাজির হতেই কটাক্ষের সম্মুখীন হলেন জয়। বয়স নিয়ে হল সমালোচনা।

 

ট্রোলের শিকার শেহনাজ
আমির কন্যার রিসেপশনে গিয়ে ট্রোল্ড শেহনাজ গিল। ‘শাড়ির আঁচল কোথায়?’ নেটিজ়েনদের প্রশ্নের মুখে পড়তে হল তাঁকে। কেউ আবার তীব্র কটাক্ষ করে বললেন, ‘প্রথমে সিদ্ধার্থকে ব্যবহার করেছেন, এবার গুরুকে ব্যবহার করছেন। একেবারে পছন্দ করি না।’

 

টলিপাড়ার পিকনিক
শীত জমতেই টলিপাড়ার সেলেবরা মিলে আয়োজন করে ফেললেন পিকনিকের। রবিবার রাজবাড়িতে আয়োজিত এই পিকনিকে উপস্থিত ছিল টলিপাড়ার সিংহভাগ। রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পাওলি দাম, কমোলেশ্বর মুখোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, রূদ্রনীল ঘোষ, কে ছিলেন না? মদ্যপান থেকে গান, নাট খাওয়া দাওয়ায় জমজমাট ছুটির দিন।

প্রশ্নের মুখে জয়া
জয়া আহসান বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। মাঝে মধ্যেই ভক্তদের জন্য ছবি শেয়ার করে থাকেন। এবার হাতে চায়ের কাপ নিয়ে ছবি শেয়ার করতেই বিপত্তি। নেটিজ়েনদের প্রশ্ন, কাপে কি সত্যি চা? নাকি চায়ের বদলে অন্য কিছু?

শীতে অনুপমের আবদার
বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে অনুপম রায়। ব্যক্তিসম্পর্কের জেরে চর্চিত এই গায়ক সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। মাঝে মধ্যেই মনের ইচ্ছে ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। এবার শীতের সকালে রাখলেন নয়া আবদার, লিখলেন, পৌষের শেষে একটু পাটিসাপটা, একটু পিঠে বাঙালির খুব প্রয়োজন।