Krishna Janmashtami In Kachua: জন্মাষ্টমীতে সেজে উঠছে কচুয়া ধাম
হাতেগোনা আর মাত্র কয়েকদিন আর তারপরে মহা সমরহে বসিরহাটের কচুয়া ধামে শুরু হবে লোকনাথ বাবার জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী উৎসব। যেখানে দেশের পাশাপাশি বিদেশ থেকেও লক্ষ লক্ষ ভক্তরা সমবেত হবেন এই কচুয়া ধামের উদ্দেশ্য।
হাতেগোনা আর মাত্র কয়েকদিন আর তারপরে মহা সমরহে বসিরহাটের কচুয়া ধামে শুরু হবে লোকনাথ বাবার জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী উৎসব। যেখানে দেশের পাশাপাশি বিদেশ থেকেও লক্ষ লক্ষ ভক্তরা সমবেত হবেন এই কচুয়া ধামের উদ্দেশ্য। আগামী ৬ এবং ৭ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে বসিরহাটের কচুয়াধামে জন্মাষ্টমী উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হতে চলেছে। জন্মাষ্টমীর আগে ৪-৫ সেপ্টেম্বর থেকে কচুয়া ধামের উদ্দেশ্য ওরা রওনা দেবেন ভক্ত অনুগামীরা। জন্মাষ্টমী উপলক্ষে ইতিমধ্যে কচুয়া ধামে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কচুয়া মন্দির মিশন কর্তৃপক্ষ ও প্রশাসনের উদ্যোগে। কচুয়া মন্দির চত্বর পরিষ্কার, সাজানোর পাশাপাশি ভক্তদের নিরাপত্তায় প্রশাসন তৎপর রয়েছে। সব মিলিয়ে জন্মাষ্টমীর আগে লোকনাথ বাবার ভক্তদের সুবিধার্থে সব রকম ব্যবস্থা গ্রহণে তৎপর প্রশাসন ও মন্দিরের মিশন কর্তৃপক্ষ।