Benefits Of Jasmine: জুঁই ফুলেই খুলবে ভাগ্য!
জুঁই ফুলের সুন্দর গন্ধ, মন ভাল করার রসদ। এই ফুল আপনার ভাগ্য বদলে দিতে পারে। শুক্রবার রাতে জুঁই ফুল ও অল্প দুধ মাটির পাত্রে রাখুন। মাঝরাতে এটি চন্দ্র দেবতাকে নিবেদন করুন।
জুঁই ফুলের সুন্দর গন্ধ, মন ভাল করার রসদ। এই ফুল আপনার ভাগ্য বদলে দিতে পারে। শুক্রবার রাতে জুঁই ফুল ও অল্প দুধ মাটির পাত্রে রাখুন। মাঝরাতে এটি চন্দ্র দেবতাকে নিবেদন করুন। এতে দাম্পত্য জীবন সুখী হবে। কেরিয়ারে সাফল্য পাবেন। বজরংবলীকে এই ফুলের তেল নিবেদন খুব শুভ। হনুমানজিকে প্রতি মঙ্গল ও শনিবারে সিঁদুর ও জুঁই ফুল দিন। মনে করা হয়,বজরংবলী আপনার নানা সমস্যার সমাধান করবে। জুঁই ফুলের গাছ বাড়িতে থাকা শুভ । আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বাড়ে। লক্ষ্মী পুজোয় প্রতি শুক্রবার জুঁই ফুল দিয়ে পুজো করুন। এতে শুক্রের অবস্থান ভাল হয়। বাড়বে সম্পদ । মহাদেবকেও জুঁই ফুল দিতে পারেন। এতে আপনার জীবনে সাফল্য আসবে।
Latest Videos
ফিল্মি প্রেমকাহিনী, তিন সন্তান, সবই ঠিক ছিল, তাই বলে স্ত্রীর কাকাকেই..
রাজ্যের শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা জানেন?
যাঁকে গ্যারান্টার বললেন, সেই গ্যারান্টি দিলেন না: কুণাল
'মৃত' সোমেশ্বরকে দেখতে ভিড়! বৃদ্ধ বললেন 'আমি শ্মশানে যাচ্ছি'

