Benefits Of Jasmine: জুঁই ফুলেই খুলবে ভাগ্য!
জুঁই ফুলের সুন্দর গন্ধ, মন ভাল করার রসদ। এই ফুল আপনার ভাগ্য বদলে দিতে পারে। শুক্রবার রাতে জুঁই ফুল ও অল্প দুধ মাটির পাত্রে রাখুন। মাঝরাতে এটি চন্দ্র দেবতাকে নিবেদন করুন।
জুঁই ফুলের সুন্দর গন্ধ, মন ভাল করার রসদ। এই ফুল আপনার ভাগ্য বদলে দিতে পারে। শুক্রবার রাতে জুঁই ফুল ও অল্প দুধ মাটির পাত্রে রাখুন। মাঝরাতে এটি চন্দ্র দেবতাকে নিবেদন করুন। এতে দাম্পত্য জীবন সুখী হবে। কেরিয়ারে সাফল্য পাবেন। বজরংবলীকে এই ফুলের তেল নিবেদন খুব শুভ। হনুমানজিকে প্রতি মঙ্গল ও শনিবারে সিঁদুর ও জুঁই ফুল দিন। মনে করা হয়,বজরংবলী আপনার নানা সমস্যার সমাধান করবে। জুঁই ফুলের গাছ বাড়িতে থাকা শুভ । আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বাড়ে। লক্ষ্মী পুজোয় প্রতি শুক্রবার জুঁই ফুল দিয়ে পুজো করুন। এতে শুক্রের অবস্থান ভাল হয়। বাড়বে সম্পদ । মহাদেবকেও জুঁই ফুল দিতে পারেন। এতে আপনার জীবনে সাফল্য আসবে।
Latest Videos