Benefits Of Jasmine: জুঁই ফুলেই খুলবে ভাগ্য!
জুঁই ফুলের সুন্দর গন্ধ, মন ভাল করার রসদ। এই ফুল আপনার ভাগ্য বদলে দিতে পারে। শুক্রবার রাতে জুঁই ফুল ও অল্প দুধ মাটির পাত্রে রাখুন। মাঝরাতে এটি চন্দ্র দেবতাকে নিবেদন করুন।
জুঁই ফুলের সুন্দর গন্ধ, মন ভাল করার রসদ। এই ফুল আপনার ভাগ্য বদলে দিতে পারে। শুক্রবার রাতে জুঁই ফুল ও অল্প দুধ মাটির পাত্রে রাখুন। মাঝরাতে এটি চন্দ্র দেবতাকে নিবেদন করুন। এতে দাম্পত্য জীবন সুখী হবে। কেরিয়ারে সাফল্য পাবেন। বজরংবলীকে এই ফুলের তেল নিবেদন খুব শুভ। হনুমানজিকে প্রতি মঙ্গল ও শনিবারে সিঁদুর ও জুঁই ফুল দিন। মনে করা হয়,বজরংবলী আপনার নানা সমস্যার সমাধান করবে। জুঁই ফুলের গাছ বাড়িতে থাকা শুভ । আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বাড়ে। লক্ষ্মী পুজোয় প্রতি শুক্রবার জুঁই ফুল দিয়ে পুজো করুন। এতে শুক্রের অবস্থান ভাল হয়। বাড়বে সম্পদ । মহাদেবকেও জুঁই ফুল দিতে পারেন। এতে আপনার জীবনে সাফল্য আসবে।
Latest Videos
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার

