Jawan Movie: জওয়ান ‘বাঁচাল’ মনোজকে
সিনেমাপ্রেমীদের উন্মাদনা সঙ্গে করে মুক্তি পেয়েছে শাহরুখ খানের 'জওয়ান'। সকাল থেকে রাত পর্যন্ত সিনেমাপ্রেমীদের উপচে পড়ছে ভিড়। ভিড় সামাল দিতে মোতায়েন করতে হচ্ছে পুলিশ বাহিনীকে। আসানসোলবাসীর একটাই আক্ষেপ এই মুহূর্তে শহরে একটাই সিনেমা হল রয়েছে চালু। তাও পরিত্যক্ত। প্রায় বন্ধ হতে বসা আসানসোলের কুমারপুরে মনোজ সিনেমা হলে রিলিজ হয়েছে "জওয়ান"।
সিনেমাপ্রেমীদের উন্মাদনা সঙ্গে করে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। সকাল থেকে রাত পর্যন্ত সিনেমাপ্রেমীদের উপচে পড়ছে ভিড়। ভিড় সামাল দিতে মোতায়েন করতে হচ্ছে পুলিশ বাহিনীকে। আসানসোলবাসীর একটাই আক্ষেপ এই মুহূর্তে শহরে একটাই সিনেমা হল রয়েছে চালু। তাও পরিত্যক্ত। প্রায় বন্ধ হতে বসা আসানসোলের কুমারপুরে মনোজ সিনেমা হলে রিলিজ হয়েছে “জওয়ান”। পুড়ে যাওয়া ছাই থেকে যেমন ফিনিক্স পাখির জন্ম হয়েছিল তেমন কোমায় চলে যাওয়া মনোজ সিনেমা হল অক্সিজেন পাচ্ছে কিং খানের জওয়ানের হাত ধরে। আসানসোলের চিত্রা, রূপকথা, মালঞ্চ, সুভাষ, বার্নপুর সিনেমা হল বন্ধ হয়ে গেছে বহু বছর আগে। গ্যালাক্সি মলের আইলেক্স ও সেন্ট্রাম মলের কার্নিভাল মাল্টিপ্লেক্স সম্প্রতি বন্ধ হয়ে গেছে। সিনেমা দেখতে হলে দুর্গাপুরের মাল্টিপ্লেক্সে ছুটতে হয় আসানসোলবাসীকে। এই পরিস্থিতিতে একমাত্র মনোজ সিনেমা হলেই সিনেমাপ্রেমীদের উন্মাদনা আর উচ্ছাস। জওয়ান সিনেমা শুরু থেকেই ফিল্ম বিশ্লেষক থেকে তারকা, সকলের কাছেই ইতিবাচক রিভিউ পেয়েছে। ইতিমধ্যেই শাহরুখের এই ছবি সব রেকর্ড ভেঙে ‘ব্লকবাস্টার’ হয়েছে। হিন্দি, তামিল এবং তেলুগু – তিনটি ভাষা মিলিয়ে, ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে জওয়ান। প্রথম দিনেই প্রায় ৭৫ কোটি টাকা আয় করেছিল। বৃহস্পতিবার জন্মাষ্টমীর ছুটিতে মুক্তি পেয়েছে এই ছবি। প্রথম সোমবার আসার আগে শুক্র, শনি এবং রবিবার ছবিটি অবিশ্বাস্য ব্যবসা দিতে পারে বলে আশা করা হচ্ছে। মনে করা হচ্ছে, প্রথম দিনে ছবিটি শুধুমাত্র হিন্দি ভাষা থেকেই ৪৬ শতাংশ আয় করেছে।