Jeetu Kamal-Nabanita Das: জিতুর সঙ্গে পুরনো ভিডিয়ো পোস্ট করেছেন নবনীতা
জিতু কামালের সঙ্গে পুরনো ভিডিয়ো পোস্ট করেছেন নবনীতা দাস। তবে কি ফের সম্পর্ক জোড়া লাগছে? নবনীতার উত্তর, "এরকম কিছু তো পরিকল্পনা নেই। যখন যা মনে হয়েছে, যা অনুভব করেছি, সেগুলোই সামাজিক মাধ্যমের পাতায় শেয়ার করেছি। এ ক্ষেত্রেও তাই।"
মা হচ্ছেন দীপিকা?
এই খবর নতুন নয়, একাধিকবার দীপিকা পাড়ুকোনের মা হওয়ার খবর ভাইরাল হতে দেখা যায়। অতীতে বহু ভুয়ো খবর ভাইরাল হতে এবার উল্টো ছবি নেটপাড়ায়। সম্প্রতি এই খবর ছড়িয়ে পড়তেই মেজাজ হারাল নেটপাড়ার একাংশ। তাদের দাবি, ‘নায়িকাকে একা ছেড়ে দেওয়া হোক। এমন কোনও খবর থাকলে তাঁরা নিজেরাই ঘোষণা করবেন।’ যদিও সূত্রের খবর, সত্যিই অন্তঃসত্ত্বা দীপিকা, যদিও খবরে সিলমোহর দেননি জুটির কেউই।
ডন থ্রি-তে কে?
রণবীর সিং-এর আগামী ছবি ডন থ্রি নিয়ে জল্পনা বহুদিন ধরেই তুঙ্গে। ফারহান আখতরের ঝুলিতে থাকলেন না এবার কিং খান। ফলে শাহরুখ ভক্তদের বেজায় মন খারাপ। যদিও তাতে থেমে নেই ছবির কাজ। মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি মোশন পোস্টার মুক্তির পরই এবার সামনে নতুন নাম। কিয়ারা আডবানি যুক্ত হচ্ছেন প্রজেক্টে। যদিও কোন চরিত্রে, তা এখনও স্পষ্ট নয়।
প্রয়াত ঋতুরাজ সিং
১৯ ফেব্রুয়ারি, সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলিউডের অভিনেতা ঋতুরাজ সিংয়ের। বয়স হয়েছিল মোটে ৫৯ বছর। ‘বনেগি আপনি বাত’, ‘জ্যোতি’, ‘হিটলার দিদি’, ‘শপথ’, ‘ওয়ারিয়ার হাই’, ‘আহট’, ‘আদালত’, ‘দিয়া অউর বাতি’র মতো সিরিয়ালে অভিনয় করেছিলেন ঋতুরাজ। সম্প্রতি কাজ করছিলেন ‘অনুপমা’ ধারাবাহিকেও। আলিয়া ভাট-বরুণ ধাওয়ানের সঙ্গে ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিতেও অভিনয় করেছিলেন ঋতুরাজ।
করণের ওপর রাগলেন রণবীর!
কী এমন করলেন করণ জোহর, যার জন্য সকলের সামনে চিৎকার করতে বাধ্য হলেন রণবীর কাপুর? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ক্লিপিং। যেখানে দেখা যায়, করণ জোহর রণবীরকে নিয়ে একই কথা বারবার বলে চলেছিলেন। মোটেও বিষয়টা ভাল লাগেনি রণবীরের। চোখে-মুখে ফুটে উঠেছিল রাগ। হঠাৎই বলে ওঠেন অ্যানিম্যাল-এর সংলাপ: শুনতে পাই, আমি বধির নই। যা দেখে একশ্রেণির মত, সবটাই পাবলিসিটি স্টান্ট।
হৃদ্রোগে প্রয়াত অসীমা মুখোপাধ্যায়
প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্র প্রযোজক এবং সুরকার অসীমা মুখোপাধ্যায়। ২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ নিজের বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘ দিন অসীমা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসক জানিয়েছেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্য হয়েছে শিল্পীর।
মনোজ মিত্র অসুস্থ
বর্ষীয়ান অভিনেতা ও নাট্যকর্মী মনোজ মিত্র হাসপাতালে ভর্তি। সূত্রের খবর, গত সপ্তাহে অসুস্থ বোধ করার পর অভিনেতাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর বুকে পেসমেকার বসেছে। তবে আগের থেকে ভাল আছেন তিনি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
শুটিংয়ে ফিরলেন মিঠুন
১০ ফেব্রুয়ারি ‘শাস্ত্রী’ ছবির শুটিংয়ে যাওয়ার আগে অসুস্থ বোধ করেন মিঠুন। তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা জানান, অভিনেতা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। অবশেষে শারীরিক অসুস্থতা কাটিয়ে সেটে ফিরলেন তিনি। ২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে শুরু করলেন ‘শাস্ত্রী’র শুটিং।
এক হচ্ছেন জিতু-নবনীতা?
জিতু কামালের সঙ্গে পুরনো ভিডিয়ো পোস্ট করেছেন নবনীতা দাস। তবে কি ফের সম্পর্ক জোড়া লাগছে? নবনীতার উত্তর, “এরকম কিছু তো পরিকল্পনা নেই। যখন যা মনে হয়েছে, যা অনুভব করেছি, সেগুলোই সামাজিক মাধ্যমের পাতায় শেয়ার করেছি। এ ক্ষেত্রেও তাই।”
পিঙ্কির কি রাগ!
লকডাউনের সময় কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টোরাজের সম্পর্ককে দিনের আলোয় নিয়ে এসেছিলেন কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। সেই সময় বেশ অশান্তি হয়েছিল ত্রিকোণ প্রেমকে ঘিরে। শ্রীময়ী-কাঞ্চনের বিয়ের খবর পেয়ে পিঙ্কি বলেছেন, “আমি কাঞ্চন এবং শ্রীময়ীকে সাধুবাদ জানাতে চাই। ফাইনালি তাঁরা সাহস জোগাড় করে বিয়েটা করেছেন।”