Jio Recharge Plans: জিওর এই প্ল্যানে ইন্টারনেটের অবাধ স্বাধীনতা!

Supriyo Ghosh

Supriyo Ghosh |

Updated on: Mar 14, 2023 | 12:21 PM

Reliance Jio Recharge Plans: জিও তার গ্রাহকদের একাধিক আকর্ষণীয় প্ল্যানের অফার। এখন সংস্থার কাছে একটাই মাত্র ফ্রিডম প্ল্যান রয়েছে,যা রিচার্জ করতে ইউজারদের ২৯৬ টাকা খরচ করতে হয়।

Reliance Jio তার গ্রাহকদের একাধিক আকর্ষণীয় প্ল্যানের অফার। এখন সংস্থার কাছে একটাই মাত্র ফ্রিডম প্ল্যান রয়েছে,যা রিচার্জ করতে ইউজারদের ২৯৬ টাকা খরচ করতে হয়। জিও ২৯৬ টাকার প্ল্যান প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। আর সেই ৩০ দিন বা এক মাসের ব্যবধানে গ্রাহকদের ২৫ জিবি হাই-স্পিড ডেটা অফার করা হয়। এখন আপনি চাইলে ২৫ জিবি এক দিনে শেষ করতে পারেন। এক সপ্তাহে শেষ করতে পারেন আবার সারা মাসটাও চালিয়ে নিতে পারেন। অবশ্যই ৩০ দিনের মধ্যে শেষ করতে হবে। এই প্যাক রিচার্জ করলে প্রতিদিন আনলিমিটেড কলিংয়ের সুবিধা উপভোগ করতে পারবেন। দেশের যে কোনও প্রান্তে,যে কোনও নেটওয়ার্কে সম্পূর্ণ বিনামূল্যেই কল করা যাবে। এই প্ল্যানে প্রতিদিন ১০০টি করে SMS-ও পাঠানো যাবে। জিও টিভি,জিও সিনেমা,জিও সিকিওরিটি,জিও ক্লাউডের মতো একাধিক জিও অ্যাপ ব্যবহার করতে পারবেন।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla