Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio IPL: জিওর আইপিএল স্পেশ্যাল প্ল্যান

Jio IPL: জিওর আইপিএল স্পেশ্যাল প্ল্যান

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Mar 24, 2023 | 9:53 PM

রিলায়েন্স জিও ক্রিকেট ভক্তদের জন্য ৩টি নতুন রিচার্জ প্ল্যান আনল। চমৎকার সেই সব রিচার্জ প্যাক। নিশ্চিন্তে আইপিএল দেখার জন্য গ্রাহকদের 40GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। আইপিএল ২০২৩ শুরু ৩১ মার্চ থেকে।

রিলায়েন্স জিও ক্রিকেট ভক্তদের জন্য ৩টি নতুন রিচার্জ প্ল্যান আনল। চমৎকার সেই সব রিচার্জ প্যাক। নিশ্চিন্তে আইপিএল দেখার জন্য গ্রাহকদের 40GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। আইপিএল ২০২৩ শুরু ৩১ মার্চ থেকে। বৃহস্পতিবার রিলায়েন্স জিও তিনটি নতুন ডেটা অ্যাড-অন প্যাক ও তিনটি নতুন রিচার্জ প্ল্যানও এনেছে। খরচ যথাক্রমে ২১৯ টাকা, ৩৯৯ টাকা ও ৯৯৯ টাকা। নতুন প্ল্যানগুলি লঞ্চ করে জিও বলেছে, জিও ক্রিকেট প্ল্যানে সর্বাধিক 3GB ডেটা ও অতিরিক্ত ফ্রি ডেটা ভাউচার দেওয়া হবে। এতে গ্রাহকরা ঝক্কিহীন স্ট্রিমিং করতে পারবেন। জিও ৯৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন 3GB করে ডেটা অফার করা হবে। প্রতিদিন যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। সেই সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন ২৪১ টাকার ভাউচার সম্পূর্ণ বিনামূল্যে। এতে 40GB ডেটা অফার করা হবে নতুন প্যাকটির ভ্যালিডিটি ৮৪ দিন। জিও ৩৯৯ টাকার প্ল্যানে 3GB ডেটা অফার করা হবে। আনলিমিটেড কলিংয়ের সুবিধা তো রয়েইছে। ২৮ দিনের ভ্যালিডিটির এই জিও প্ল্যানে ৬১ টাকার ফ্রি ভাউচার । 6GB অতিরিক্ত ডেটা সম্পূর্ণ বিনামূল্যে । জিও ২১৯ টাকার প্ল্যানে প্রতিদিন 3GB করে ডেটা দেওয়া হবে। প্ল্যানটির ভ্যালিডিটি ১৪ দিন এবং 2GB ডেটা ফ্রি-তে । সেই সঙ্গেই আবার রয়েছে আনলিমিটেড কলিংয়েরও অফার । জিও নতুন ক্রিকেট ডেটা অ্যাড অন প্ল্যান । তিনটি প্ল্যানের জন্য কাস্টমারদের যথাক্রমে ২২২ টাকা, ৪৪৪ টাকা এবং ৬৬৭ টাকা খরচ করতে হবে। ২২২ টাকার প্ল্যানে গ্রাহকদের 50GB ডেটা অফার করা হবে। যে প্রিপেড প্ল্যানের সঙ্গে এটি অ্যাড-অন করা হবে, তার মতোই ভ্যালিডিটি পাওয়া যাবে। ৪৪৪ টাকার প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন 100GB ডেটা, যার বৈধতা ৬০ দিন। সর্বশেষ ৬৬৭ টাকার Jio ডেটা অ্যাড অন প্যাকে গ্রাহকদের মোট 150GB ডেটা অফার করা হবে। ৯০ দিন পর্যন্ত বৈধ থাকবে এই প্ল্যানটির । ২৪ মার্চ থেকে রিচার্জ করা যাবে প্ল্যান গুলি ।

Published on: Mar 24, 2023 09:48 PM