AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jeetu Kamal-Nabanita Das: বিচ্ছেদ বিতর্কের মাঝে নবনীতার সঙ্গে FB-তে জিতু

Jeetu Kamal-Nabanita Das: বিচ্ছেদ বিতর্কের মাঝে নবনীতার সঙ্গে FB-তে জিতু

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 01, 2023 | 10:35 PM

Share

অভিনেতা জিতু কামালের পোস্ট দেখে হাসি ফিরল ভক্তমনে। গত কয়েকদিন ধরেই চর্চায় নবনীতা দাস ও জিতু কামালের বিবাহ বিচ্ছেদের খবর। ভক্তদের মন খারাপ।

চমকে দিলেন জিতু
অভিনেতা জিতু কামালের পোস্ট দেখে হাসি ফিরল ভক্তমনে। গত কয়েকদিন ধরেই চর্চায় নবনীতা দাস ও জিতু কামালের বিবাহ বিচ্ছেদের খবর। ভক্তদের মন খারাপ। এমনই এক সময়ে নবনীতার পাশে থাকা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন জিতু। আর তাতেই কামাল… ভক্তদের দাবি, ‘প্লিজ, সবটা ঠিক করে নিন’।

হনিমুনে উদয়-অনামিকা
গত ২৮ জুন বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী ও উদয় প্রতাপ সিং। এবার হনিমুনে গেলেন তাঁরা। চাইলেই যেতে পারতেন বিদেশ। কিন্তু না, সে পথে হাঁটলেন না ওঁরা। বরং দু’জনে মিলে চলে গেলেন দার্জিলিং জেলার রহস্যেঘেরা পাহাড়ি গ্রাম তাকদাহতে।

আক্রান্ত আবু হেনা
সিনেমা দেখতে এসে যে এহেন ঘটনার মুখে পড়তে হবে, তা হয়তো নিজেও ভাবেননি কৌতুকশিল্পী আবু হেনা রনি। বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করে আক্রান্ত হলেন তিনি। ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর এলাকায়। এখনও পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

চর্চায় ‘জওয়ান’
আবারও চর্চার কেন্দ্রে জায়গা করে নিল শাহরুখ খানের আগামী ছবি ‘জওয়ান’। ছবির গানের সত্ত্ব এবার মোটা টাকায় বিক্রি হয়ে গেল। ছবির টিজ়ারের অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। এখন দেখার কিং-এর আগামী ছবি বক্স অফিসে কতটা ঝড় তোলে।

বিপাকে অভিষেক সিং
অভিষেক সিংকে চেনেন? বরখাস্ত হওয়া সেই IAS অফিসার, যিনি একাধারে অভিনেতাও। সম্প্রতি ইদ উপলক্ষে একটি পোস্ট করার কারণে বড় মূল্য দিতে হল তাঁকে। ফেজ টুপি পরে ছবি দিতেই প্রায় এক লক্ষ অনুরাগী হারালেন সামাজিক মাধ্যমে।

বক্স অফিসে ধাক্কা
মুক্তির দ্বিতীয় দিনেই বড় ধাক্কার মুখে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণীর ছবি ‘সত্য প্রেম কি কথা’। প্রথম দিনের থেকেও আয় কমল বেশ খানিকটা। ইদের মরশুমেও হল না তেমন একটা ব্যবসা, সাড়ে ৬ কোটিতেই থামল শুক্রবারের আয়।

স্বর্ণমন্দিরে পরিণীতি চোপড়া
সদ্য বাগদান সেরেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। শীঘ্রই বাজবে বিয়ের সানাই। তারই আগে স্বর্ণমন্দির দর্শনে গেলেন পরিণীতি চোপড়া। তবে এবারটা খুব স্পেশ্যাল, কারণ তিনি প্রথমবার রাঘবের সঙ্গে উপস্থিত হলেন এই পবিত্র স্থানে।

তৃপ্তি-কর্ণেশের ব্রেক-আপ?
চুটিয়ে প্রেম করছিলেন অনুষ্কা শর্মার দাদা কর্ণেশ শর্মা ও ‘বুলবুল’ ছবির বুলবুল তৃপ্তি দামরি। নিজেরা সরাসরি স্বীকার না করলেও তাঁদের সামাজিক মাধ্যম আভাস দিচ্ছিল তেমনটাই। কিন্তু এ কী! সূত্র জানাচ্ছে, সেই সম্পর্কে নাকি এবার ভাঙন ধরেছে। ইনস্টাগ্রামে একসঙ্গে তাঁদের সব ছবি মুছে দিয়েছেন দু’জনে। শুধু কি তাই? একে অপরকে ইনস্টাগ্রামে করেছেন আনফলোও।

টাইগারকে খোলা চিঠি
টাইগার শ্রফকে এবার খোলা চিঠি লিখলেন এক ভক্ত। লিখলেন, টাইগার শ্রফ যেন ‘বাঘি ৪’ ছবি না-করেন, এটা তাঁর আরও এক ভুল সিদ্ধান্ত হবে। ‘গণপতি’, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ই যথেষ্ট… ভক্তের আর্জি শুনে মুখ খুললেন টাইগার, কথা দিলেন, তিনি নিরাশ করবেন না।