Kolkata Mominpur News: মোমিনপুরকাণ্ডে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, সম্ভাবনা জঙ্গি যোগেরও
JMB: বুধবার সকাল থেকেই উত্তপ্ত মোমিনপুর। এবার জানা গেল মোমিনপুরের ঘটনায় সম্ভবত যুক্ত জেএমবি জঙ্গি গোষ্ঠী।
কলকাতা: বুধবার সকাল থেকেই উত্তপ্ত মোমিনপুর। সেখানে আজ তল্লাশি করতে যায় এনআইএ (NIA) আধিকারিকরা। তখনই এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় গোয়েন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনওরকম ওয়ারেন্ট ছাড়াই এনআইএ-র আধিকারিকরা তল্লাশি চালাচ্ছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এ দিন দুপুর নাগাদ জানা গেল আরও এক তথ্য। মোমিনপুরের ঘটনায় সম্ভবত যুক্ত ছিল জেএমবি জঙ্গি গোষ্ঠী।
এনআইএ সূত্রে খবর, আজ মোট ১৭ জায়গায় তল্লাশি চালায় তারা। চারটি বাড়ি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা। উদ্ধার হওয়া টাকা বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। তাঁদের অনুমান এই টাকা হিংসার কাজে ব্যবহার করা হয়েছিল। তাই কোথা থেকে এই টাকা এসেছে, কীভাবে টাকা এসেছে তার তদন্ত করা হচ্ছে।