Recruitment News: চাকরি প্রার্থীদের জন্য সুখবর
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা তাড়াতাড়ি আবেদন করুন। ন্য়াশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্য়ান্ড এন্টেরিক ডিজিজের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা তাড়াতাড়ি আবেদন করুন । ন্য়াশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্য়ান্ড এন্টেরিক ডিজিজের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২২ মার্চ রয়েছে ওয়াক-ইন ইন্টারভিউ । পদের নাম- প্রজেক্ট জুনিয়র মেডিকেল অফিসার। মোট ৭ টি পদে নিয়োগ করা হচ্ছে। ১ টি পদে প্রজেক্ট জুনিয়র মেডিকেল অফিসার। ২ টি পদে প্রজেক্ট টেকনিশিয়ান, হেলথ অ্য়াসিসট্যান্ট । ২ টি পদে টি পদে প্রজেক্ট টেকনিশিয়ান ফিল্ড অ্য়াসিসট্যান্ট । ১ টি প্রজেক্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে ।
প্রজেক্ট জুনিয়র মেডিকেল অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের এমবিবিএস পাশ হতে হবে। প্রজেক্ট টেকনিশিয়ান হেলথ অ্য়াসিসট্যান্ট), প্রজেক্ট টেকনিশিয়ান ফিল্ড অ্য়াসিসট্যান্ট পদের জন্য প্রার্থীদের দশম পাশ হতে হবে। প্রজেক্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদনের জন্য প্রার্থীদের দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে ও ডিপ্লোমা করতে হবে। প্রজেক্ট জুনিয়র মেডিকেল অফিসার পদে মাসিক বেতন ৬০ হাজার টাকা। প্রজেক্ট টেকনিশিয়ান হেলথ অ্য়াসিসট্যান্ট, প্রজেক্ট টেকনিশিয়ান ফিল্ড অ্য়াসিসট্যান্ট পদে মাসিক বেতন ১৭ হাজার টাকা । প্রজেক্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে মাসিক বেতন ১৮ হাজার টাকা । প্রজেক্ট জুনিয়র মেডিকেল অফিসারপদে প্রার্থীদের বয়স হতে হবে ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। প্রজেক্ট টেকনিশিয়ান হেলথ অ্য়াসিসট্যান্ট, প্রজেক্ট টেকনিশিয়ান ফিল্ড অ্য়াসিসট্যান্ট পদের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২৮ বছর। প্রজেক্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারিদের কোনও ফি দিতে হবে না প্রার্থীদের । ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। ২৩ মার্চ হবে ইন্টারভিউ। প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সকাল ১০ টার মধ্যে ইন্টারভিউয়ে আসতে হবে । এই ঠিকানায় হবে ওয়াক ইন ইন্টারভিউ
ICMR-National Institute of Cholera & Enteric Diseases (NICED II building within ID & BG Hospital Campus) P-33, C.I.T. Road, Scheme-XM, Beliaghata, Kolkata-700010