AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Job Vacancy: চাকরির সুযোগ কেন্দ্রীয় সরকারি সংস্থায়, মাসিক বেতন ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা

Job Vacancy: চাকরির সুযোগ কেন্দ্রীয় সরকারি সংস্থায়, মাসিক বেতন ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা

আসাদ মল্লিক

|

Updated on: Mar 25, 2023 | 4:13 PM

Share

Job Vacancy: চাকরির সুযোগ কেন্দ্রীয় সরকারি সংস্থায়, মাসিক বেতন ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা!

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের কাছে সুবর্ণ সুযোগ। চাকরির সুযোগ কেন্দ্রীয় সরকারি সংস্থায়, মাসিক বেতন ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা। ট্যুরিজম মনিটর পদে নিয়োগ করছে ইন্ডিয়ান রেলওয়ে ক্য়াটারিং অ্য়ান্ড ট্যুরিজম কর্পোরেশন । এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে IRCTC । এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন এখানে । নিয়োগকারী সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্য়াটারিং অ্য়ান্ড ট্যুরিজম কর্পোরেশন। ট্যুরিজম মনিটর পদে নিয়োগ করা হবে। ৮ টি শূন্য়পদের জন্য নিয়োগ করা হবে ।অসমের গুয়াহাটি, বিহারের পটনা এবং পশ্চিমবঙ্গের কলকাতার জন্য নিয়োগ করা হচ্ছে। কী শিক্ষাগত যোগ্যতা লাগবে? IRCTC-র বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে । আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন । আবেদনে কোনও ফি দিতে হবে না । ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ৬ এপ্রিল ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ স্থল Hotel Polo Floatel 9, Jetty, 10 Strand Road, B.B.D. Bagh, Kol: 700001

Published on: Mar 25, 2023 04:13 PM