AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Elite Women's Pro Basketball League: ফের কলকাতায় জনপ্রিয় হবে জর্ডনদের খেলা?

Elite Women’s Pro Basketball League: ফের কলকাতায় জনপ্রিয় হবে জর্ডনদের খেলা?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 23, 2023 | 5:31 PM

Share

৪ বছর অন্তর অলিম্পিক এলে একটু আধটু কথা হয়।উঠে আসে লেব্রন জেমস, মাইকেল জর্ডনদের কথা-স্মৃতিকথা। ব্যস ওটুকুই। একসময়ে বাংলার জনপ্রিয় খেলা বাস্কেটবলের জন্য এই যুগের আম বাঙালির বরাদ্দ এটুকু সময়ই।অথচ আটের দশকে বাস্কেটবল নিয়মিত হত স্কুল থেকে বিভিন্ন পাড়ার বেশ কিছু ক্লাবে।

রাস্তাঘাটে, দোকান বাজারে যে খেলা নিয়ে বাঙালি আর আলোচনাই করে না। ৪ বছর অন্তর অলিম্পিক এলে একটু আধটু কথা হয়।উঠে আসে লেব্রন জেমস, মাইকেল জর্ডনদের কথা-স্মৃতিকথা। ব্যস ওটুকুই। একসময়ে বাংলার জনপ্রিয় খেলা বাস্কেটবলের জন্য এই যুগের আম বাঙালির বরাদ্দ এটুকু সময়ই।অথচ আটের দশকে বাস্কেটবল নিয়মিত হত স্কুল থেকে বিভিন্ন পাড়ার বেশ কিছু ক্লাবে। এখন ক্রিকেট, ফুটবল, টেনিসের ভিড়ে বাস্কেটবল অস্তমিত। মার্কিন মুলুকে তুমুল জনপ্রিয় এনবিএ। তাঁর টেলিভিশন রেটিংও নজরকাড়া। মার্কিন যুক্তরাষ্ট্রের তুমুল আলোচিত বাস্কেটবলকে এ বাংলায় ফের জনপ্রিয় করতে এবার ভাবনা নতুন লিগের। একসময় বাংলার মহিলা বাস্কেটবলের পারফরম্যান্স ছিল নজরকাড়া। আটের দশকে জেনিফার পেজরা তখন ভারতের বাস্কেটবলে রাজত্ব করছেন। তারপর থেকে শুরু ভাঁটার টান। এবার বাংলার মহিলাদের মধ্যে সেই খেলাকে জনপ্রিয় করতে এবার এলিট ওমেন্স প্রো বাস্কেটবল লিগ। হায়দরাবাদ, মুম্বই, নয়ডাতে সফল ট্রাই আউটের পর এবার ২৪শে জুন থেকে কলকাতার স্পেস সার্কেলে হবে ট্রাই আউট।হঠাৎ কলকাতাকে বাছাইয়ের কারন?মূল লক্ষ্য ফের একবার বাংলায় বাস্কেটবলকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেওয়া। আর দ্বিতীয় অবশ্যই, নতুন প্রতিভা এ বাংলার মাটি থেকে তুলে আনা। এই দুই-ই তো সার্বিক সাফল্যের রসায়ন সবক্ষেত্রে। হায়দরাবাদ, মুম্বই, নয়ডার পর এ বাংলা থেকে কোন প্রতিভা নজর কাড়ে , সেদিকে চোখ তো থাকবেই। এমন মঞ্চে নিজেদের মেলে ধরতে তাই যারপরনাই উত্তেজিত এ বাংলার খেলোয়াড়রা।ওমেন্স প্রো বাস্কেটবল লিগ থেকে উঠে আসা একঝাঁক প্রতিভারা মুখোমুখি হবেন জাতীয় মহিলা বাস্কেটবল খেলোয়াড়দের বিরুদ্ধে। কীভাবে? আয়োজকদের পরিকল্পনা,৬টি দল শীর্ষ স্থানীয় ভারতীয় খেলোয়াড়দের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেখানে কী থাকবে বাংলার কোনও নতুন প্রতিভা?