AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jungle Safari Closed: ৩ মাস বন্ধ জঙ্গল

Jungle Safari Closed: ৩ মাস বন্ধ জঙ্গল

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 15, 2023 | 3:24 PM

Share

প্রতি বছরের ন্যায় এ বছরও আজ থেকে আর বন্যপ্রাণীদের দেখার এবং জঙ্গলে ঘোরার সুযোগ উপভোগ করতে পারবেন না পর্যটকেরা। রাত্রিযাপন করতে পারবেন না, বন বাংলাতে। কারন বন্যপ্রাণীদের প্রজননকালীন সময় ধরা হয় ১৫ ই জুন থেকে ১৫ সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কে

আজ থেকে পর্যটকদের জন্য তিন মাসের জন্য সমস্ত জাতীয় উদ্যান এবং সমস্ত সংরক্ষিত বনাঞ্চল বন্ধ হয়ে গেলো। প্রতি বছরের ন্যায় এ বছরও আজ থেকে আর বন্যপ্রাণীদের দেখার এবং জঙ্গলে ঘোরার সুযোগ উপভোগ করতে পারবেন না পর্যটকেরা। রাত্রিযাপন করতে পারবেন না, বন বাংলাতে। কারন বন্যপ্রাণীদের প্রজননকালীন সময় ধরা হয় ১৫ ই জুন থেকে ১৫ সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কে । সেই কারনে নিষেধাজ্ঞা লাগু করা হয় পর্যটক দের প্রবেশের ক্ষেত্রে। পাশাপাশি এই সময় জঙ্গলে বর্ষার কারণে গাছপালা বেড়ে যায়। জঙ্গলের গভীরে যাতে বন্যপ্রাণীরা তাদের প্রয়োজন কালীন সময়ে কোন ভাবে বিরক্ত না হয়। তার জন্যই জঙ্গলে প্রবেশ বন্ধ রাখা হয় বনদপ্তরের তরফে।ইতিমধ্যে জলপাইগুড়ি বন বিভাগের তরফে একটি নোটিশ জারি করা হয়েছে। জঙ্গল বন্ধ রাখার। এই তিন মাস গোটা দেশের অন্যান্য বনাঞ্চল গুলির মত ডুয়ার্সের গোরুমারা জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালি, চাপড়ামারি, জলদাপাড়া, বক্সা সহ সমস্ত সংরক্ষিত বনাঞ্চল এবং জাতীয় অভয়ারণ্য বন্ধ করে দেওয়া হলো পর্যটকদের জন্য। তিন মাস জঙ্গল বন্ধ থাকায় ডুয়ার্সের গরুমারা, জলদাপাড়া জাতীয় উদ্যান সহ চাপরামারি, বক্সা, চিলাপাতা এ সমস্ত বনাঞ্চলের গভীরে থাকা বনবাংলো গুলিতে পর্যটকদের থাকার সুযোগ পাবেন না । তাই পর্যটকরা এই তিন মাস বন বাংলো গুলিতে ইচ্ছে থাকলেও রাত কাটাতে পারবেন না। আজ থেকে জঙ্গলের গভীরে রাত্রি বাস, হাতির পিঠে সাফারি এবং জঙ্গল সাফারি বন্ধ হয়ে গেলো। আজ থেকে ফের জঙ্গলের গভীরে হাতি বাইসন গন্ডার ময়ূর দেখার সুযোগ উপভোগ করতে পারবেন না। তাই পর্যটক দের মন কিছু টা ভার। বিভিন্ন পর্যটন ব্যবসায়ীদের ও মন খারাপ।এই তিনমাস তাদের ব্যবসা বন্ধ। তাই বিভিন্ন সংস্থার সাথে আলোচনার পর কিছু বনদপ্তর ছাড় দেওয়া হয়েছে। এই সময় খোলা থাকবে কালিকাপুর জঙল ক্যম্প,ধুপঝোরা ইকো টুরিজিম ক্যাম্প,পানঝোরা জঙল ক্যম্প, হর্নবিল জঙল ক্যাম্প,টুকটুকি ওয়াচ টাওয়ার। কারণ বন্যপ্রাণীরা যাতে কোনভাবে মানুষের দারা বিরক্ত করা না হয় সেই কারণেই কিন্তু গোটা দেশজুড়ে জঙ্গলে মানুষের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। তাছাড়া এই সময় বর্ষাকাল জঙ্গলে গাছপালা ও বেড়ে যায় রাস্তাঘাট খারাপ হয় বিভিন্ন জায়গায় মেরামত করার জন্য একটু সময় দরকার হয় বলে মনে করে বনদপ্তর। তবে ১৬ সেপ্টেম্বর থেকে ফের পর্যটকদের জন্য সমস্ত জাতীয় উদ্যান সংরক্ষিত বনাঞ্চল খুলে যাবে। রাজেশ লাকরা, অনারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন বলেন, আজকে থেকে তিন বন্ধ থাকবে সমস্ত জঙ্গল। বন্ধ হয়ে গেল সমস্ত জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনাঞ্চল।পর্যটকরা আর জঙ্গলে হাতির সাফারি অথবা জিপ সাফারি করতে পারবেন না। কারণ এই সময় টি বন্যপ্রাণীদের প্রজননকালীন সময়। ১৬ সেপ্টেম্বর থেকে ফের পর্যটকদের জন্য খুলে যাবে।