Dohar Songs: বর্ষশেষে এল দোহারের নতুন একটি চড়কের গান
কেবল গান গাওয়া বা যন্ত্রানুসঙ্গে সঙ্গত করাই নয়. এই গানের ভিডিওতে অভিনয়ও করেছেন দোহারের সদস্যরা। তাদের মধ্যেই শিব গৌরি সেজেছেন ভিডিওর জন্য। দোহার তাদের জন্মলগ্ন থেকেই চেয়েছিল গানে নাট্যরসের সঞ্চার করতে
শিকড়ের সঙ্গীত করে লোকগানের দল দোহার। ২০০৭ এ দোহারের পথচলা শুরু হয় গাজনের গান দিয়ে। আর এবারের বর্ষশেষে এল দোহারের নতুন একটি চড়কের গান। কেবল গান গাওয়া বা যন্ত্রানুসঙ্গে সঙ্গত করাই নয়. এই গানের ভিডিওতে অভিনয়ও করেছেন দোহারের সদস্যরা। তাদের মধ্যেই শিব গৌরি সেজেছেন ভিডিওর জন্য। দোহার তাদের জন্মলগ্ন থেকেই চেয়েছিল গানে নাট্যরসের সঞ্চার করতে। এই গানের ভিডিও যেন একটি মিউজিক্যাল থিয়েটর বলছেন রাজীব দাস। এক বছর ব্যাপী বারো মাসে তের পার্বণের উদযাপন করছে স্টারমঞ্চ। গাজনের গানের জন্য তাঁদের স্বাভাবিক পছন্দের তালিকাতে ছিল দোহারকে।
Published on: Apr 12, 2023 08:00 PM
Latest Videos