AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kabir Suman: হাসপাতালের বেডে শুয়েই চিকেন স্যান্ডউইচের বায়না 'গানওয়ালা'র

Kabir Suman: হাসপাতালের বেডে শুয়েই চিকেন স্যান্ডউইচের বায়না ‘গানওয়ালা’র

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jan 30, 2024 | 11:46 PM

Share

হাসপাতালের বেডে শুয়েই চিকেন স্যান্ডউইচ খাওয়ার বায়না ধরলেন অসুস্থ সঙ্গীতশিল্পী কবীর সুমন। ‘গানওয়ালা’র সেই আবদার মঞ্জুরও করেছেন কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। হাসপাতালের তরফে জানা গিয়েছে, আগের তুলনায় শিল্পীর শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও তাঁর সঙ্কট কাটেনি। ফুসফুসে মারাত্মক সংক্রমণ রয়েছে।

কেমন আছেন সুমন?
হাসপাতালের বেডে শুয়েই চিকেন স্যান্ডউইচ খাওয়ার বায়না ধরলেন অসুস্থ সঙ্গীতশিল্পী কবীর সুমন। ‘গানওয়ালা’র সেই আবদার মঞ্জুরও করেছেন কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। হাসপাতালের তরফে জানা গিয়েছে, আগের তুলনায় শিল্পীর শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও তাঁর সঙ্কট কাটেনি। ফুসফুসে মারাত্মক সংক্রমণ রয়েছে।

অসুস্থ মাধবী মুখোপাধ্যায়
খুব অসুস্থ অভিনেত্রী মাধবী মুখোপাধ্য়ায়। যদিও এখনও পর্যন্ত বাড়িতেই আছেন তিনি। কিন্তু কথা বলতেও অসুবিধা হচ্ছে মাধবীর। লেক গার্ডেন্সে মেয়ের বাড়িতে রয়েছেন তিনি। সর্দি, কাশি, জ্বর হয়েছে তাঁর। ঢাকুরিয়ায় একটি ক্লাবের অনুষ্ঠানে গিয়েছিলেন। মৃণাল সেনকে নিয়ে অনুষ্ঠিত সেই সভায় ঠান্ডায় খোলা মাঠে বসে থেকে অসুস্থ হয়ে পড়েন।

কোথায় চললেন শুভশ্রী?
সুখবর মিলেছিল আগেই, রাজ চক্রবর্তীর পরিচালনায় এবার শুভশ্রী গঙ্গোপাধ্যায় হতে চলেছেন ‘বাবলি’। বিপরীতে থাকছেন আবির চট্টোপাধ্যায়। সদ্য হয়ে গিয়েছে শুভমহরৎ, এবার শহর ছেড়ে শুটিং-এ পা বাড়াল জুটি। সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী লিখলেন, ‘লেটস গো।’ মুহূর্তে নেটপাড়ার প্রশ্ন, কোথায় চললেন শুভশ্রী? দিমাপুর?

ক্যামেরার পিছনে কেমন সৌরভ?
সম্প্রতি ইউটিউবার উন্মেষ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদার ব্যাপারে বলতে গিয়ে উন্মেষ বলেছেন, “দাদা খুবই স্মার্ট। ভীষণ, ভীষণ সাবলীল একজন মানুষ। দেখে মনে হবে পেশাদার অভিনেতা। গটগট করে হেঁটে আসেন অসম্ভব স্মার্টনেস নিয়ে। তারপর ক্যামেরা অন হতেই… এক টেক (take)-এ ওকে।”

সরব শাহরুখভক্তরা
পুরস্কার এল না ঝুলিতে, শাহরুখ খানের সুপারহিট ছবি থাকা সত্ত্বেও ফিল্মফেয়ারের মঞ্চে সেরা রণবীর কাপুর। কোথায় তবে খান? নেটপাড়ার প্রশ্ন দেখেই সোশ্যাল মিডিয়ায় কিং খানদের ভক্তরা তুলে আনলেন শাহরুখের পুরোনো এক সাক্ষাৎকার, যেখানে তিনি স্পষ্ট বলছেন, অ্যাওয়ার্ড আমার যোগ্য নয়।

হৃত্বিকের কঠিন লড়াই
‘ফাইটার’-এর সেটে পারফেক্ট শট দিতে মত্ত হৃত্বিক রোশন। যিনি কোনওদিন ধূমপান করেননি, চরিত্রের স্বার্থে হাতে তুলে নিয়েছিলেন সিগারেট। পারফেক্ট শটের জন্য রীতিমত তা অভ্যাস করে ফেলেন। পরবর্তীতে বুঝে পাচ্ছিলেন না ছাড়বেন কীভাবে। এক সাক্ষাৎকারে হৃত্বিক বলেন, “আমরা কী-কী করব তার প্ল্যান সব সময় করি, কিন্তু তার পর সেখান থেকে কীভাবে বেরবো, সেই প্ল্যান আমাদের অধিকাংশের থাকে না।”

বাগদান সারলেন পুলকিত-কৃতি
২০১৯ সালে এক সিনেমার সেটে আলাপ হয়েছিল তাঁদের। সেখান থেকেই প্রেমের শুরু। সেই সম্পর্কেই একধাপ এগোলেন অভিনেতা পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা। শুভদিন দেখে বাগদান সেরে ফেললেন তাঁরা। এর আগেও পুলকিতের বিয়ে হয়েছিল। সলমন খানের রাখী-বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন তিনি। যদিও সেই বিয়ে এক বছরের মধ্যেই ভেঙে যায়।

জাহাঙ্গীরের সমালোচনা
করিনা কাপুর ও সইফ আলি খানের ছোট ছেলে জাহাঙ্গীর আলি খান ওরফে জেহ (Jeh)-র এক ভাইরাল ভিডিয়ো দেখে ক্ষুব্ধ সাধারণ। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মা করিনার সঙ্গে গাড়ি থেকে নামছে সে ও তার দাদা তৈমুর। গাড়ি থেকে নামতেই হাতে থাকা কাগজ ছুড়ে ফেলে দেয় ছোট্ট জেহ। তা পরিষ্কার করতে করিনা কিংবা জেহ কিন্তু এগিয়ে আসে না। তাদের ন্যানি অর্থাৎৎ পরিচারিকা ব্যস্ত হয়ে ওঠেন। জেহ-র ছুড়ে ফেলা কাগজ তুলতে এগিয়ে যান তিনিই। আর এতেই আপত্তি নেটিজেনদের একটা বড় অংশের।

বিগ বস জিতে কত টাকা পেলেন মুনাওয়ার
অঙ্কিতা লোখান্ডে, মন্নরা চোপড়াদের হারিয়ে বিগ বস ১৭-র ট্রফি জিতে নিয়েছেন মুনাওয়ার ফারুকি। জানেন, তিনি কত লাখ টাকা জিতে নিয়েছেন? নয়-নয় করে ৫০ লাখ টাকা। এছাড়াও, প্রতি সপ্তাহে বিগ বসে-এর বাড়িতে থাকার সময় তিনি পেয়েছিলেন ৭-৮ লাখ টাকা। জিতেছেন একটি গাড়িও।

Published on: Jan 30, 2024 11:32 PM