Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kajol Last Series: 'যৌন ক্ষুধা আর লজ্জা নেই', কেন বললেন কাজল?

Kajol Last Series: ‘যৌন ক্ষুধা আর লজ্জা নেই’, কেন বললেন কাজল?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 23, 2023 | 8:51 PM

হিট ওয়েব সিরিজ ‘লাস্ট সিরিজ’-এর দ্বিতীয় সিজ়ন-এ দেখা যাবে কাজলকে। অমিত শর্মার এই সিরিজ় মুক্তি পাবে নেটফ্লিক্সে। আর সেই সূত্রেই যৌন আকাঙ্ক্ষা নিয়ে কথা বলতে গিয়ে কাজল জানান, এই ব্যাপারটি সিনেমার পর্দায় চরিত্রের প্রয়োজনে ফুটিয়ে তুলতে গিয়ে ব্যাপক বেগ পেতে হয়। তাঁর কথায়, “জীবনে ২টো জিনিস আমার নেই। যৌন ক্ষুধা আর লজ্জা।

জমি কিনলেন সুহানা
চর্চায় এবার শাহরুখ খান-কন্যা সুহানা খান। সূত্রের খবর, আলিবাগের রায়গড় জেলায় প্রায় দেড় একরের জমি কিনেছেন সুহানা। পুরোটাই চাষজমি। ওই জমি কিনতে খরচ পড়েছে প্রায় ১২ কোটি ৯১ লক্ষ টাকা। দলিল অনুযায়ী গত ১ জুন জমির চুক্তি স্বাক্ষরিত হয়।

‘লাস্ট সিরিজ’ প্রসঙ্গে কাজল
হিট ওয়েব সিরিজ ‘লাস্ট সিরিজ’-এর দ্বিতীয় সিজ়ন-এ দেখা যাবে কাজলকে। অমিত শর্মার এই সিরিজ় মুক্তি পাবে নেটফ্লিক্সে। আর সেই সূত্রেই যৌন আকাঙ্ক্ষা নিয়ে কথা বলতে গিয়ে কাজল জানান, এই ব্যাপারটি সিনেমার পর্দায় চরিত্রের প্রয়োজনে ফুটিয়ে তুলতে গিয়ে ব্যাপক বেগ পেতে হয়। তাঁর কথায়, “জীবনে ২টো জিনিস আমার নেই। যৌন ক্ষুধা আর লজ্জা।

অভিনয়ে ফিরছেন ফারহান
‘জি লে জ়রা’ ছবির কাজ এখন থমকে। তারই মাঝে নতুন ছবির প্রস্তাব গেল তাঁর কাছে। না, পরিচালক হিসেবে নয়, ফারহান আখতার অফার পান অভিনয়ের। প্রযোজনায় আমির খান। স্পেনের খেলাধূলা নিয়ে তৈরি ছবি ‘ক্যাম্পেওনস’-এর রিমেক বানাবেন আমির। সেখানেই অভিনয় করবেন ফারহান।

স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরলেন রামচরণ
সদ্য কন্যাসন্তানের জন্ম দিয়েছেন উপাসনা কামিনেনি। ২০ জুন বাবা হন দক্ষিণী অভিনেতা রামচরণ। এবার হাসপাতাল থেকে ছুটি পেলেন উপাসনা। স্ত্রী ও সদ্যোজাত সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন ‘আরআরআর’খাত অভিনেতা। শেয়ার করলেন ছবি।

ছন্দে ফিরছে না ‘আদিপুরুষ’
টিকিটের দাম কমিয়ে বক্স অফিস ছন্দে ফেরানোর চেষ্টা এক কথায় ব্যর্থ। সপ্তম দিয়ে মাত্র আড়াই কোটি টাকা আয় করল ছবি ‘আদিপুরুষ’। প্রথম সপ্তাহেই বড় ধাক্কায় ছবি। বিশ্বজুড়ে এই ছবি এখনও পর্যন্ত আয় করেছে ৪১০ কোটি টাকা।

প্রশ্ন জ়োয়া আখতারের
The Archies বিতর্ক যেন পিছু ছাড়ছেই না জো়য়া আখতারের। ট্রোলারদের মত, সিরিজের কাস্টদের দেখে মনে হচ্ছে না যে তাঁরা ভারতীয়। এই মন্তব্য শোনার পরই মুখ খুললেন জ়োয়া আখতর, প্রশ্ন তুললেন, “বলতে চাইছেন ফর্সারা কি ভারতীয় নন!”

দেবের ‘বাঘাযতীন’
প্রযোজনা সংস্থার ৬ বছরের পূর্তি। উপহারে বাঘাযতীনরূপে ধরা দিলেন দেব। মুক্তি পেল তাঁর আগামী ছবি ‘বাঘাযতীন’ -এর অফিসিয়াল পোস্টার। বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পাবে ছবি ২০ অক্টোবর।

সৃজিতের নতুন ছবি
ব্যোমকেশের কাজ শেষ করেই আবারও ছবির রেইকিতে মাঠে নামলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পুজোতেই আসছে ‘দশম অবতার’। ফলে আগামী ছবির কাজ এবার তড়িঘড়ি শুরু করলেন সৃজিত।

‘গাঁটছড়া’য় টুইস্ট
শোলাঙ্কি রায় সরে দাঁড়াতেই পড়ে গিয়েছিল টিআরপি। এবার ছন্দে ফিরতে নতুন নায়িকার আগমন হল ‘গাঁটছড়া’ ধারাবাহিকে। শ্রীপর্ণা রায়ের সঙ্গে এবার সম্পর্কে জড়াবেন ঋদ্ধি অর্থাৎ গৌরব চট্টোপাধ্যায়। ফলে অভিনেত্রীর হাত ধরেই যে গল্প নয়া মোড় নেবে, তা আর বলার অপেক্ষা রাখে না।