Kalna Embankment: বিলে বাঁধ দেওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ চাষিদের
পূর্ব বর্ধমান এবং হুগলি জেলার মধ্যে দিয়ে বয়ে গেছে দেকল বিল। আর দেকল বিল মৎস্য কমিটির উদ্যোগে, বিলের চার ধারের জমি কেটে দেওয়া হচ্ছে বাঁধ। আর বর্ষার সময় এই বাঁধের কারণে শতপটি মাঝেরপাড়া, বন্দেবাজ, বারাসাত, সহ বিস্তীর্ণ এলাকায় হবে জলমগ্ন।
পূর্ব বর্ধমান এবং হুগলি জেলার মধ্যে দিয়ে বয়ে গেছে দেকল বিল। আর দেকল বিল মৎস্য কমিটির উদ্যোগে, বিলের চার ধারের জমি কেটে দেওয়া হচ্ছে বাঁধ। আর বর্ষার সময় এই বাঁধের কারণে শতপটি মাঝেরপাড়া, বন্দেবাজ, বারাসাত, সহ বিস্তীর্ণ এলাকায় হবে জলমগ্ন। একই সাথে স্থানীয় এলাকার বিঘার পর বিঘা জমির নষ্ট হবে ফসল। অবিলম্বে এই বাধ দেওয়ার কাজ বন্ধ করতে হবে এই দাবি নিয়ে এদিন এদিন শুক্রবার শত কোটি মাঝের পাড়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় এলাকাবাসী এবং স্থানীয় এলাকার সমস্ত চাষীরা. ঘন্টাখানেক পথ অবরোধ চলার পর, কালনা মহকুমা প্রশাসন এবং কালনা থানা পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে. স্থানীয় এলাকাবাসী এবং চাষীদের দাবি অনৈতিকভাবে এই বিলের ধারে বাঁধ দেওয়ার কাজ করছে একশ্রেণীর মানুষজনেরা। তাদের বলতে গেলে খুনের হুমকি দিচ্ছে. পঞ্চায়েত বিডিও অফিসে জানিয়েও কোনো ফল না হয়নি। আর সেই কারণেই পথ অবরোধ করে শামিল হন তারা শুক্রবার। এ প্রসঙ্গে কালনা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র মুন্ডা তিনি বলেন আমরা এসে এলাকা দেখে গেলাম, দুটি ডিস্টিকের ব্যাপার যেহেতু তাদের সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।