Kanchan Mullick-Sreemoyee Chattaraj: কাঞ্চন নাকি দায়িত্ব নেননি ছেলের, দাবি প্রাক্তন স্ত্রীর

Kanchan Mullick-Sreemoyee Chattaraj: কাঞ্চন নাকি দায়িত্ব নেননি ছেলের, দাবি প্রাক্তন স্ত্রীর

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Feb 19, 2024 | 11:53 PM

তৃতীয় বিয়ে করেছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। বিয়ে করেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। এ ব্যাপারে মুখ খুলেছেন কাঞ্চনের প্রথম স্ত্রী অভিনেত্রী অনিন্দিতা দাস। জানিয়েছেন, তিনি কিছুই জানতেন না। অনেকটা আকাশ থেকে পড়েছেন তিনি। সাফ বলেছেন, "যে মানুষটা আমার জীবনে নেই তাঁকে নিয়ে আগ্রহী নেই।"

উচ্ছ্বসিত শ্রীময়ী
বিয়ের খবরটা যে কী করে সবাই জেনে গেল, কিছুতেই বুঝতে পারছেন না শ্রীময়ী চট্টরাজ! ১৮ ফেব্রুয়ারি, রবিবার রাত থেকেই সমানে ফোন, হোয়াটসঅ্যাপ মেসেজ… এত ভালবাসায় উচ্ছ্বসিত তিনি। জানালেন, হাঁটু গেড়ে প্রোপোজ় করেছেন কাঞ্চন। হাজির ছিলেন রেজিস্টারও। তিনি ‘হ্যাঁ’ বলতেই সম্পন্ন হয়েছে শুভ কাজ।

পাহাড়ে হনিমুন?
বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। এরই মধ্যে শ্রীময়ীর দিদি পোস্ট করেছেন পাহাড়ে ভ্রমণের একগুচ্ছ ছবি। যে ছবিতে হাসিমুখে দাঁড়িয়ে আছেন কাঞ্চন ও শ্রীময়ী। তবে কি বিয়ে করেই হনিমুন? শ্রীময়ীর উত্তর, “না না। এগুলো আগের ছবি। কিছু দিন আগেই সবাই পাহাড়ে গিয়েছিলাম। তখনই তোলা হয়েছিল।”

কাঞ্চনের থেকে কত টাকা?
১০ জানুয়ারি আইনিভাবে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক এবং তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। তাঁদের এক পুত্র সন্তান রয়েছে ওশ। ৫৬ লাখ টাকা খোরপোশ পেয়েছেন পিঙ্কি।

ছেলের কাস্টডি চাননি কাঞ্চন
৫৩ বছরের অভিনেতা কাঞ্চন মল্লিকের রয়েছে দশ বছরের পুত্র। দ্বিতীয় স্ত্রী পিঙ্কি এবং তাঁর পুত্র ওশ। পিঙ্কির দাবি, কাঞ্চন নাকি দায়িত্ব নেননি পুত্রের। কাস্টডি নিয়ে কোনও লড়াই করেননি তিনি। ওশ কাঞ্চনকে ঘৃণা করে না বলে জানিয়েছেন পিঙ্কি। বলেছেন, ‘বাবাকে ক্ষমা করে দিয়েছে ওশ।’

মুখ খুললেন কাঞ্চনের প্রথম স্ত্রী
তৃতীয় বিয়ে করেছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। বিয়ে করেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। এ ব্যাপারে মুখ খুলেছেন কাঞ্চনের প্রথম স্ত্রী অভিনেত্রী অনিন্দিতা দাস। জানিয়েছেন, তিনি কিছুই জানতেন না। অনেকটা আকাশ থেকে পড়েছেন তিনি। সাফ বলেছেন, “যে মানুষটা আমার জীবনে নেই তাঁকে নিয়ে আগ্রহী নেই।”

শ্রীময়ীর আসল বয়স
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বয়সের ফারাক নিয়ে হচ্ছে জোর আলোচনা। এই মুহূর্তে কাঞ্চনের বয়স ৫৩ বছর। আর শ্রীময়ী? তাঁর আসল বয়স শুনলে অবাক হতেই হবে। TV9 বাংলাকে শ্রীময়ী বলেলেন, “আমার বয়স ২৬ বছর। কাউকে বললে বিশ্বাসই করতে চায় না।”

চমকে গেলেন সৌরভ
দাদাগিরির মঞ্চে এবার রোম্যান্সের ঝড়। এক প্রতিযোগী রাখঢাক না করে বলে দিলেন, ছোট থেকেই তিনি জানতেন, একদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হবে। সেই ধারণা বড় হওয়ার সঙ্গে সঙ্গে পাল্টে গেলেও আজও সৌরভের জন্মদিনে তিনি নিজের বরকে পায়েস রান্না করে খাওয়ান। শুনে হেসে মহারাজ বললেন: ‘এতদিন কোথায় ছিলেন?’

সুস্মিতার সিক্রেট
সুস্মিতা সেনের বয়স তখন মাত্র ১৮ বছর। বিশ্ব সুন্দরীর খেতাব জিতলেও জানতেন না ভাল ইংরেজি, জানতেন না টেবিল ম্যানার্স। মস্কোতে বিশেষ ডিনারের নিমন্ত্রণ পেয়ে ভয়ে কেঁপে উঠেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি শিখেছিলাম, বাড়ি থেকে পেট ভরে খেয়ে ডিনারে যেতে। যাতে হাসি মুখে ‘আর লাগবে না’ বলতে পারি।”

অপমানিত বিক্রান্ত
12th Fail-খ্যাত অভিনেতা বিক্রান্ত মাসি এবার মুখ খুললেন নিজের জীবনের কঠিন অধ্যায় নিয়ে। বন্ধুদের ডেকেছিলেন বাড়িতে, তাঁর বাড়ির অবস্থা, রান্নাঘরের পরিস্থিতি দেখে সে দিন বন্ধুদের থেকে যে ব্যবহার পান, তাতেই পাল্টে যায় স্বপ্ন। নিজের চেষ্টায় মাত্র ২৪ বছর বয়সেই অভিনেতা হয়েছিলেন কোটিপতি। মা-পরিবারের অপমান সহ্য করতে না পেরেই স্থির করেছিলেন, একদিন সব পাল্টাবে।

Published on: Feb 19, 2024 11:15 PM