AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কী ঘটেছে জানেন? নিজেই শেয়ার করলেন উত্তরপাড়ার বিধায়ক

কী ঘটেছে জানেন? নিজেই শেয়ার করলেন উত্তরপাড়ার বিধায়ক

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 12, 2024 | 11:14 PM

পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন কাঞ্চন মল্লিক। তাঁর ভাইপো রিওর জন্মদিন। সেই উপলক্ষেই শ্বশুর , জ্যাঠশ্বশুর, শ্যালক- শ্যালিকাদের সঙ্গে গ্র্যান্ড সেলিব্রেশন তাঁর। স্ত্রীর সঙ্গে পোশাকেও রঙমিলান্তি। দু’জনেই পরেছেন কালো রঙের পোশাক। তাঁদের কেমন লাগছে তা নিয়ে অবশ্য সাধারণের মতপ্রকাশের জায়গা বন্ধ করেছেন কাঞ্চন। ইনস্টাগ্রাম প্রোফাইলটির কমেন্ট সেকশন ডিসেবল করে রেখেছেন তিনি।

সম্পর্কে প্রতারণা?
বিয়ে ভাঙার পর ছেলেকে সময় দিচ্ছেন নাতাশা। সেই সব ছবি ভাগ করে নিচ্ছেন তিনি সমাজমাধ্যমে। পাশাপাশি তিক্ত সম্পর্ক প্রসঙ্গে নানা পোস্টে লাইকও দিচ্ছেন। এ বার ‘প্রতারণা যেন মানসিক অত্যচারের সমান’ এমনই এক পোস্টে লাইক দিয়ে কি তবে হার্দিকের দিকে আঙ্গুল তুলতে চাইছেন তিনি? উঠছে প্রশ্ন।
দিতিপ্রিয়ার গিফট
দিতিপ্রিয়ার প্রেমিকের নাম ঋভু। ঋভু এখানকার ছেলে হলেও কর্মসূত্রে তাঁকে ঘুরতে হয় দেশের নানা জায়গায়। না অভিনয় জগতের সঙ্গে ঋভুর কোনও সম্পর্ক নেই। আলাপ হয়েছিল সামাজিক মাধ্যমের সূত্রেই। নায়িকার জন্মদিনে হাজির থাকতে পারেননি তিনি। তবে জন্মদিনে সেই প্রেমিকের কাছ থেকেই একগুচ্ছ ফুলের তোড়া পেয়েছেন দিতিপ্রিয়া।

বাড়িতে খুশির বন্যা
পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন কাঞ্চন মল্লিক। তাঁর ভাইপো রিওর জন্মদিন। সেই উপলক্ষেই শ্বশুর , জ্যাঠশ্বশুর, শ্যালক- শ্যালিকাদের সঙ্গে গ্র্যান্ড সেলিব্রেশন তাঁর। স্ত্রীর সঙ্গে পোশাকেও রঙমিলান্তি। দু’জনেই পরেছেন কালো রঙের পোশাক। তাঁদের কেমন লাগছে তা নিয়ে অবশ্য সাধারণের মতপ্রকাশের জায়গা বন্ধ করেছেন কাঞ্চন। ইনস্টাগ্রাম প্রোফাইলটির কমেন্ট সেকশন ডিসেবল করে রেখেছেন তিনি।

সুখবর দিলেন দেব
বর্তমানে সৌদি আরবে ছুটি কাটাচ্ছেন দেব ও রুক্মিনী মৈত্র। সেখান থেকেই শেয়ার করেছেন একগু্ছ ছবি। সঙ্গে এক সুখবর, কী সেটা? সো্যাল মিডিয়ায় লিখলেন ‘খাদান টিজার ১৪ অগস্ট’। আর এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘তারিখ আর সময় নোট করে নাও।’

সৌমির ভাললাগা
সোশ্যাল মিডিয়ায় প্রেমের ইস্তেহার করলেন সৌমিতৃষা কুণ্ডু। এখন সৌমিতৃষার স্টেটাস জুড়ে রয়েছেন শুধুই সেই ব্যক্তি। কিন্তু কে তিনি? ইনি আর কেউ নন ইতালীয় সাঁতারু থমাস চেকন। ইতালির সুদর্শন এই সাঁতারু চলতি প্যারিস অলিম্পিকসে সোনা জিতেছেন। আর তাই তিনিই এবার ‘মিঠাইরানি’র মন জয় করে নিয়েছেন।

সুজয়ের স্বপ্ন
বিদেশে পরিচালক জিওনা এ নাজারোর সঙ্গে কথোপকথনে শাহরুখ খান তাঁর পরিবর্তী ছিল ‘কিং’ নিয়ে কথা বলেছেন। যেটা কিনা বাঙালি পরিচালক সুজয় ঘোষ পরিচালনা করছেন। দীর্ঘ ৬ থেকে ৭ বছরের অপেক্ষার পর এই প্রজেক্ট। ছবিতে থাকছে কিং কন্যা সুহানা খানও।

হৃত্বিকের চমক
‘ওয়ার’ ছবির সিকুয়্যেল আসতে চলেছে। তৈরি হচ্ছে ‘ওয়ার ২’। সেই ছবিতেও মুখ্য ভূমিকায় থাকছেন হৃত্বিক রোশন। তাঁকে নাকি তুলনায় আরও বেশি অ্যাকশন করতে দেখা যাবে। এবার নাকি একটি জাপানি মনাস্ট্রিতে ফাইট সিন থাকবে বলিউডের গ্রিক গডের। তলোয়ার নিয়ে লড়াই করবেন হৃত্বিক। শুরু করেছেন প্রস্তুতি।

খুশির মার্সিডিজ়
একটি ছবিতে অভিনয় করেই বহুমূল্যের মার্সিডিজ় বেনজ় কিনলেন অভিনেত্রী প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা খুশি কাপুর। সেই গাড়ির নাম ২.৫৫ কোটি টাকা। এ পর্যন্ত খুশি অভিনয় করেছেন একটি মাত্র বলিউড ছবিতে–‘দি আর্চিজ়’। ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করেছে প্রথমবার। খুব একটা জায়গা করতে পারেনি দর্শকের মনে।

শুটিং শেষ করলেন সানি-আমির
রাজকুমার সন্তোষির পরিচালনায় তৈরি হচ্ছে আমির খান প্রযোজিত ছবি ‘লাহোর ১৯৪৭’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সানি দেওল। ‘গদর ২’ ছবিতে সাফল্যের পর তাঁকে এই ছবিতে কাস্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আমির। ছবির শুটিং শেষ হয়েছে। বিরামহীনভাবে টানা ৭০ দিন ধরে চলেছে শুটিং।