AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sreemoyee Kanchan Honeymoon: ভোট মিটতেই স্ত্রীকে নিয়ে কোথায় উড়লেন কাঞ্চন?

Sreemoyee Kanchan Honeymoon: ভোট মিটতেই স্ত্রীকে নিয়ে কোথায় উড়লেন কাঞ্চন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 23, 2024 | 9:21 PM

Share

ভোট মিটতেই উত্তরপাড়ার বিধায়কের হাতে ব্যস্ততা খানিক কমেছে। আর সেই সুযোগেই এবার কাঞ্চন মল্লিক পাড়ি দিলেন হানিমুনে। শ্রীময়ী চট্টোরাজকে নিয়ে সময় কাটাচ্ছেন সমুদ্র সৈকতে। সেই ছবি শেয়ারও করেছেন শ্রীময়ী, যদিও তাঁরা কোথায় গিয়েছেন, তার উল্লেখ নেই পোস্টে।

ধর্ম পাল্টাচ্ছেন সোনাক্ষী?
বলিউডে আবারও এক হেভিওয়েট বিয়ে। আজ অর্থাৎ রবিবারই ‘ডি-ডে’। সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ে নিয়ে প্রথম থেকেই হচ্ছে নানা আলোচনা। ভিনধর্মে বিয়ে নিয়ে রটছে নানা কথা। শোনা গিয়েছিল জাহির ইকবালকে বিয়ের জন্য নাকি নিজের ধর্ম পরিবর্তন করতে চলেছেন সাংসদ কন্যা। তবে না , জাহিরের কথায় কোনও ধর্মের মতেই বিয়ে নয়, আইনি মতে তাঁরা এক হতে চলেছেন।

হবু বরকে লাথি?
হবু বর জাহির ইকবালকে সপাটে লাথি মারলেন সোনাক্ষী সিনহা? বিয়ের আগের রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি, কেন এমনটা করলেন অভিনেত্রী? যদি তা রেগে গিয়ে নয়, সোনাক্ষী নেহাতই মজা করে করেছেন এই কাজ, আচমকাই সোনাক্ষীকে ভয় দেখান জাহির, আর তাতেই চমকে গিয়ে এই কাজ করেন তিনি। বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল এই ভিডিয়ো।

বিস্ফোরক নানা
২০১৮ সালে মি টু আন্দোলনের সময় নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেতা তনুশ্রী দত্ত। আরও একবার এই প্রসঙ্গে মুখ খুললেন তিনি। সদ্য এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তিনি জানান, তিনি প্রথম থেকেই জানতেন যে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, যে কারণে তিনি কখনও রাগ করেননি।

বেবিমুনে দীপিকা
কল্কি ছবির প্রমোশনে বেজায় ব্যস্ত ছিলেন দীপিকা পাড়ুকোন। তবে অন্তঃসত্ত্বা স্ত্রী কে আর কাজ করতে দেওয়া নয়। রণবীর সিং এবার তাঁকে নিয়ে বেবিমুন সারতে উড়ে গেলেন লন্ডনে। সম্প্রতি লন্ডনের একটি ক্যাফে থেকে বেরিয়ে আসা দম্পতির একটি ভিডিয়ো অনলাইনে প্রকাশিত হয়েছে, আর তা ভাইরাল নিমেষেই।

মন খারাপ বিগবস ভক্তদের
শুরু হতে চলেছেন বিগ বস ওটিটি সিজন থ্রি। আর সেখানেই এবার প্রথম প্রতিযোগী কে হতে চলেছেন, নাম সামনে আসতেই শুরু নেটদুনিয়ায় শোরগোল। নাম চন্দ্রিকা দীক্ষিত, দিল্লির ‘বড়া পাও গার্ল’ নামেই পরিচিত তিনি। তবে এই নাম সামনে আসার পর নেটিজেনদের একশ্রেণির প্রশ্ন– এমন প্রতিযোগী কেন?

সিনেমা বানাবেন কিরণ
কিরণ দত্ত কিছু দিন আগেই বিগবস ওটিটির অফার ফিরিয়ে দিয়েছেন তিনি। এবার ‘ফাঁকা কলসি হনু’ বলে কাকে দুষলেন কিরণ? না বলিউড নয়, তাঁর নিশানায় কিন্তু টলিউডই। দক্ষিণী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রোশন শানাভাস তাঁর ছবি ‘আবেশম-এ দারুণ কাজ করেছেন। সেই সূত্রেই কিরণ লেখেন, “ইউটিউবার হয়েও যে ভাল অভিনেতা হওয়া যায় তার উদাহরণ রোশন। আর এখানে তো সব ফাঁকা কলসি হনুদের আর্টে হার্ট হয়। একদিন নিজেই সিনেমা বানাব।”

কেন সিঙ্গল মধুমিতা?
সৌরভ চক্রবর্তীর সঙ্গে বহু বছর আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে মধুমিতা সরকারের। এর পর থেকে বহু নায়কের সঙ্গে তাঁর নাম জুড়লেও কোনও সম্পর্ককেই অফিসিয়াল তকমা দিতে দেখা যায়নি তাঁকে। মধুমিতা দাবি তিনি সিঙ্গল। আর সেই সূত্রেই এবার নিজেই মজার প্রশ্ন করে বসলেন, “আমি বুঝতেই পারি না আমি কেন সিঙ্গল” উত্তর ছিল পোস্টেই, তিনি নাকি নিজেই কাউকে কাছে আসতে দেন না।

হানিমুনে কাঞ্চন
ভোট মিটতেই উত্তরপাড়ার বিধায়কের হাতে ব্যস্ততা খানিক কমেছে। আর সেই সুযোগেই এবার কাঞ্চন মল্লিক পাড়ি দিলেন হানিমুনে। শ্রীময়ী চট্টোরাজকে নিয়ে সময় কাটাচ্ছেন সমুদ্র সৈকতে। সেই ছবি শেয়ারও করেছেন শ্রীময়ী, যদিও তাঁরা কোথায় গিয়েছেন, তার উল্লেখ নেই পোস্টে।

বিক্রি পূজা এন্টারটেইনমেন্ট
সময়মতো টাকা পরিশোধ না করার অভিযোগ এনেছিলেন পূজা এন্টারটেইনমেন্টের বেশ কয়েকজন সদস্য। জ্যাকি ভাগনানির প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে বেতন না দেওয়ার অভিযোগও ওঠে। তবে ফ্লপের পর ফ্লপ ছবিতে আর রক্ষা করা গেল না। সূত্রের খবর ২৫০ কোটি টাকার ঋণ মেটাতে মুম্বইয়ের প্রযোজনা সংস্থার সাত তলা অফিসটি বিক্রি করা হয়েছে ইতিমধ্যেই। খবর সামনে আসতেই আরও একবার সিনেপাড়া নিয়ে চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের কপালে।