Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kangana Ranaut News: মুম্বইয়ে নিজের বিলাসবহুল বাড়ি বিক্রি করে দিচ্ছেন কঙ্গনা!

Kangana Ranaut News: মুম্বইয়ে নিজের বিলাসবহুল বাড়ি বিক্রি করে দিচ্ছেন কঙ্গনা!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 04, 2024 | 10:29 PM

অভিনয় থেকে রাজনীতির জগতে পা রেখেছেন কঙ্গনা রানাউত। প্রথম বার নির্বাচনে প্রার্থী হয়েই জয়ী হয়েছেন তিনি। হিমাচল প্রদেশের মন্ডী কেন্দ্রে জয়ী হয়ে তিনি এখন বিজেপির সাংসদ। কিন্তু এর মধ্যেই নাকি মুম্বইয়ে নিজের বিলাসবহুল বাড়ি বিক্রি করে দিচ্ছেন কঙ্গনা! দাম রাখা হয়েছে ৪০ কোটি টাকা!

পদাতিকের ট্রেলারে চমক

রবিবার মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় মৃণাল সেনের বায়োপিক পদাতিক-এর ট্রেলার। স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগস্ট মুক্তি পাচ্ছে এই সিনেমা। মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, গীতা সেনের চরিত্রে মনামী ঘোষ। সিনেমায় সত্যজিৎ হিসেবে দেখা যাবে জিতু কমল সহ প্রত্যেকেই চমক লাগালেন ট্রেলারে।

বাংলার ডায়েরি!

বাংলা নিয়ে ডায়েরি! কদিন আগেই বিতর্কে জড়িয়েছিল এই সিনেমা। দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির পরিচালক সনোজ মিশ্রকে তলব করেছিল কলকাতা পুলিশ। মে মাসে ছবির ট্রেলার মুক্তির পর আর্মহার্স্ট স্ট্রিট থানায় সনোজের বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। তবে এবার বোধহয় কাটল সমস্ত জট। সামনে এল দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির পোস্টার। যেখানে মুক্তির তারিখ হিসেবে লেখা আছে ৩০ অগস্ট।

শাহরুখ-আব্রামের মুহূর্ত

সম্প্রতি নিউ ইয়র্ক সিটিতে বেশ খানিকটা সময় কাটিয়েছেন শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় শাহরুখের মার্কিন সফরের তেমনই এক অদেখা ভিডিয়ো এবার এল সামনে। যেখানে তাঁকে ও ছোট ছেলে আব্রামকে নিউ ইয়র্কের একটি থাই রেস্তোঁরায় দেখা গেল। বাবা-ছেলের এই আদুরে ভিডিয়ো শেয়ার করেছেন নায়কের এক মহিলা ভক্ত।

অরিজিৎকে নিয়ে সুনিধি

অরিজিৎ সিংকে নিয়ে মুখ খুললেন সুনিধি চোহান। বললেন, ‘আমার মনে হয় অরিজিৎ নিজেকে যথেষ্ট ভালোবাসে না। এ কারণেই তিনি যা করছেন তা করতে পারছেন। তিনি একজন ছাত্র। তিনি নিজেকে অরিজিৎ সিং বলে মনে করেন না। তিনি শুধু গান করেন, আমরা তার কথা শুনতে চাই। ওর একটা নিজস্বতা রয়েছে, অরিজিতের গানই একটা ব্র্যান্ড।’

বাবলির ট্রেলার

বুদ্ধদেব গুহ প্রেমের আখ্যান ‘বাবলি’ এবার বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবে। রাজ চক্রবর্তীর প্রয়াস যে ব্যর্থ নয় তাঁর ঝলক সামনে এল শনিবার। এদিন প্রকাশ্যে এল বাবলি-র ট্রেলার। ছবির গান আগেই নজর কেড়েছে, এবার ট্রেলারেও বাজিমাত আবির-শুভশ্রী জুটির।

 

অকপট অর্জুন
স্ত্রী সৃজার সঙ্গে নাকি সম্পর্ক ভাল নেই অর্জুন চক্রবর্তীর, টলি টাউনে গুঞ্জন তেমনটাই। তবে সেই গুঞ্জনকে নস্যাৎ করে এবার স্ত্রীকে নিয়ে এক মিষ্টি পোস্ট অর্জুনের। বন্ধুত্ব দিবসে সৃজার সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন, “এজি স্কুলের ক্যাম্পাস থেকে এখন আমরা এক মিষ্টি মেয়ের বাবা-মা।” তবে সৃজার তরফে মেলেনি কোনও জবাব

বাবার অপছন্দ
২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে প্রথম অভিনয় অভিনেত্রী আলিয়া ভাটের। প্রথম ছবিতেই প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। কিন্তু মহেশের নাকি সেই ছবিতে একেবারেই পছন্দ হয়নি মেয়েকে। তাঁর কথায়, “ম্যানিকুইনের মতো দাঁড়িয়েছিল।”

বাড়ি বেচে দিলেন কঙ্গনা?
অভিনয় থেকে রাজনীতির জগতে পা রেখেছেন কঙ্গনা রানাউত। প্রথম বার নির্বাচনে প্রার্থী হয়েই জয়ী হয়েছেন তিনি। হিমাচল প্রদেশের মন্ডী কেন্দ্রে জয়ী হয়ে তিনি এখন বিজেপির সাংসদ। কিন্তু এর মধ্যেই নাকি মুম্বইয়ে নিজের বিলাসবহুল বাড়ি বিক্রি করে দিচ্ছেন কঙ্গনা! দাম রাখা হয়েছে ৪০ কোটি টাকা!

আবারও শোকের ছায়া
বছরের শুরু থেকেই একের পর এক খারপ খবর আঘাত হানছে বি-টাউনে৷ বলিপাড়ায় আবারও শোকের ছায়া, বিনোদন জগতের সময়টা খুব একটা ভাল যাচ্ছে না৷ আবারও প্রকাশ্যে এল দুঃসংবাদ। প্রয়াত পরিচালক-প্রযোজক রাজেশ মিত্তল৷ ৬৯ বছর বয়সে তিনি শেষ করলেন তাঁর পথ চলা৷