Jhulan: ঝুলনে কন্যাশ্রী থেকে লক্ষ্মী ভাণ্ডার

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: aryama das

Updated on: Aug 25, 2021 | 12:01 AM

আগের মত ঝুলন এখন আর হয় কি? এই প্রজন্ম ঝুলন জানে কি?

ঝুলন। কুমোরটুলিতে সময় ছোট-ছোট মাটির পুতুল পাওয়া যায়। সেই মাটির পুতুল আমাদের প্রতি দিনকার জীবনযাত্রার ছবি থাকে। বাড়িতে-বাড়িতে যে যার নিজের মতো করে সাজিয়ে তোলে ঝুলন। আগের মত ঝুলন এখন আর হয় কি? এই প্রজন্ম ঝুলন জানে কি? দমদম ১৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সঞ্জয় দাসের উদ্যোগে অন্যরকম ঝুলনের আয়োজন হয়েছে। পুজোর থিম এবার ঝুলনেও। দোলনায় রাধাকৃষ্ণের পাশাপাশি পেয়েছে কন্যাশ্রী থেকে শুরু করে সাম্প্রতিক লক্ষীর ভাণ্ডার প্রকল্পও। ছোট-ছোট মাটির পুতুল আর মডেল গাড়ি-ঘোড়া, ঘরবাড়ির মাধ্যমে নতুন ধরনের ঝুলন সাজিয়েছেন এরা। যেমন রয়েছে জঙ্গলমহল, সুন্দরবন, যেমন রয়েছে দুর্গাপুজো গির্জা মসজিদ-মন্দির, তেমনই রয়েছে করোনার আইসোলেশন সেন্টার, বাঙ্গুর হাসপাতাল, দক্ষিণেশ্বর মেট্রো এবং আরও অনেক কিছুই। দেখতে গেলে নিজেকে মনে হবে গালিভার।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla