AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Karan Johar Trolled: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরদের ডেকেই কি বিপদে পড়লেন করণ?

Karan Johar Trolled: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরদের ডেকেই কি বিপদে পড়লেন করণ?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jan 17, 2024 | 10:06 PM

Share

জনপ্রিয় টক শো 'কফি উইথ করণ' নিয়ে চর্চা তুঙ্গে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরদের ডেকে বিপদে পড়লেন তিনি? শোয়ের মাঝে করণের উদ্দেশে একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন তাঁরা। অস্বস্তিতে করণ বলেই বসলেন, ''আমি তবে শো ছেড়ে চলে যাই, তোমরাই সামলাও।''

মেজাজ হারালেন শাহরুখ
মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে মুখে ঢেকে ক্যামেরাবন্দি শাহরুখ খান। দ্রুত বেরিয়ে গেলেন সেখান থেকে। কিং-কে দেখামাত্রই ঘিরে ধরলেন ভক্ত থেকে পাপারাৎজি, সকলেই। হঠাৎই রেগে গিয়ে শাহরুখ এক ভক্তের হাত ঠেলে সরিয়ে দিলেন। ছবি ভাইরাল হতেই নেট দুনিয়ার প্রশ্ন, ”এটা কি আদপে শাহরুখ? উনি তো ভক্তদের সঙ্গে এমন করেন না।” কেউ প্রশ্ন করলেন ”উনি সুস্থ আছেন তো?”

শো ছাড়ছেন করণ?
জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ নিয়ে চর্চা তুঙ্গে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরদের ডেকে বিপদে পড়লেন তিনি? শোয়ের মাঝে করণের উদ্দেশে একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন তাঁরা। অস্বস্তিতে করণ বলেই বসলেন, ”আমি তবে শো ছেড়ে চলে যাই, তোমরাই সামলাও।”

বিয়ে ভাঙছে এষার?
২০১২ সালে হীরে ব্যবসায়ী ভরত তখতানিকে বিয়ে করেন হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর কন্যা এষা। দুই কন্যা এবং স্বামীকে নিয়ে সুখের সংসার ছিল তাঁর। কিন্তু সেই বিয়ে নাকি ভাঙছে। সম্প্রতি কোনও অনুষ্ঠানেই স্বামীর সঙ্গে যাচ্ছেন না এষা এবং সেটাই এই গুজবকে আরও জোরাল করেছে। যদিও এ ব্যাপারে একেবারেই মুখ খোলেননি এষা ও তাঁর ভরত।

৫০-এ স্নাতকোত্তর টুইঙ্কল
ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে স্নাতকোত্তর পাশ করেছেন ৫০ পেরিয়ে যাওয়া বলিউডের প্রাক্তন অভিনেত্রী টুইঙ্কল খান্না। ফিকশন রাইটিং নিয়ে সেখানে ২ বছর মাস্টার্স করেছেন টুইঙ্কল। তাঁর এই কৃতিত্বকে বাহবা জানিয়েছেন স্বামী অভিনেতা অক্ষয় কুমার। টুইঙ্কল নিজেও খুবই আনন্দিত। আজ বুধবার, ১৭ জানুয়ারি, টুইঙ্কল-অক্ষয়ের ২৩তম বিবাহবার্ষিকী।

রাম মন্দিরে রাম-সীতা-লক্ষণ
২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের। গোটা দেশের নজর সে দিকে। দূরদর্শনে একদা সম্প্রচারিত অতি জনপ্রিয় ধারাবাহিক ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল, সীতার চরিত্রে দীপিকা চিখলিয়া এবং লক্ষণের চরিত্রে সুনীল লহরী। তাঁরা প্রত্যেকেই হাজির হয়েছেন রাম মন্দিরের নির্মাণ কাজ দেখতে।

কৈকেয়ীরের চরিত্রে মহিমা
বলিউডের পরিচালক নীতেশ তিওয়ারির পরিচালনায় তৈরি হচ্ছে ‘রামায়ণ’। সেই ছবিতে রামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর, রাবণের চরিত্রে যশ, সীতার চরিত্রে সাই পল্লবী, হনুমানের চরিত্রে সানি দেওল এবং কুম্ভকর্ণের চরিত্রে ববি দেওল। ছবিতে কৈকেয়ীর চরিত্রে অভিনয় করবেন ক্যানসারজয়ী অভিনেত্রী মহিমা চৌধুরী।

কেমন আছে লক্ষ্য
সারোগেসির মাধ্যমে পুত্র সন্তান লাভ করেছেন অভিনেতা তুষার কাপুর। কেমন আছে তাঁর ছেলে লক্ষ্য? প্রশ্ন করতেই তুষার কাপুর বললেন, ”অনেকের মনেই হয়তো প্রশ্ন আসতে পারে, তবে লক্ষ্য কোনওদিন আমার কাছে জানতে চায়নি মা কোথায়। ও জানে ওর বাবাই আছে। বাইরে থেকে দেখে যেমনই মনে হোক, আমার কাছে আমার পরিবার পরিপূর্ণ।”

চটলেন ইমন
ট্রেনের যাত্রাপথে মাঝেমধ্যেই ইমন চক্রবর্তীকে রাগ ধরিয়ে দেন কিছু কাকু-কাকিমা। তাঁর নিজ-নিজ স্মার্ট ফোনে জোরে-জোরে শুনতে থাকেন সিরিয়াল, খবর কিংবা গান। সবটাই কানে আসে ইমনের। ট্রেন থেকেই ভিডিয়ো শেয়ার করে ইমন বলেছেন, “কিছু কাকু-কাকিমা থাকেন, যাঁরা কখনও খবর শুনছেন, কখনও গান শুনছেন, কখনও সিরিয়াল দেখছেন। কিন্তু নিজেরা দেখছেন, কিংবা শুনছেন না। সবাইকে শোনাচ্ছেন। আমি তাঁদের ঘৃণা করি।”

নতুন চমক অপেক্ষায়?
‘বাউন্ডুলে ঘুড়ি’, সম্প্রতি মুক্তি পাওয়া বাংলা গানের মধ্যে অন্যতম চর্চিত ও জনপ্রিয় গান। অরিজিৎ সিং ও অনুপম রায় জুটি মানেই হিট। এবার জিয়াগঞ্জে গিয়ে অরিজিতের সঙ্গে আরও একবার দেখা করলেন অনুপম। ছবি দেখামাত্রই ভক্তদের মনে প্রশ্ন, ‘তবে কি আসতে চলেছে নতুন চমক? আরও এক গান?’