Kedarnath Temple: পুরুষ মহিলা সেজে পুজো করেন এখানে
চারধামের অন্যতম উত্তরাখণ্ডের গাঢ়ওয়ালের বদ্রীনাথাধাম। এই মন্দিরে মহিলা সেজে পুরোহিত আরতি পুজোপাঠ করেন। কেন এমন অদ্ভুত নিয়ম আদি অনন্তকাল থেকে চলে আসছে?
চারধামের অন্যতম উত্তরাখণ্ডের গাঢ়ওয়ালের বদ্রীনাথাধাম। এই মন্দিরে মহিলা সেজে পুরোহিত আরতি পুজোপাঠ করেন। কেন এমন অদ্ভুত নিয়ম আদি অনন্তকাল থেকে চলে আসছে? বদ্রীনাথাধামের দরজা খোলে মার্চ এপ্রিলে। ২০২৩ এ এই মন্দির খোলে ২৭ এপ্রিল সকাল ৭টা ১০ এ। শীতে বন্ধ থাকে মন্দির। মন্দিরে মূল আরধ্য দেবী দেবতা বিষ্ণু ও লক্ষ্মী। বদ্রীতে আছে বিষ্ণুর বিশাল মূর্তি। এছাড়াও মন্দিরে আছেন গণেশ, খড়্গ পুস্তক ও আদি কেদার। মন্দির বন্ধের পুজো চলে ৫ দিন ধরে। এই পুজো হয় প্রাচীন রীতিনীতি মেনে। সেই পূজার্চনার অনেকটাই অনেকের অজানা। প্রথমে পূজিত হন গণপতি তারপর। গর্ভগৃহে অন্নকূট পুজোর পর আদিকেদেশ্বরের দরজা বন্ধ হয়। এরপর খড়্গ পুস্তক ও তাম্র পত্র পাঠ করা হয়। তারপর লক্ষ্মী পুজো হয়। এই পুজোর পর পুরোহিত মহিলার পোশাকে সজ্জিত হয়ে লক্ষ্মী বিগ্রহ নিয়ে নারায়ণের মূর্তির পাশে রাখেন। এরপর একটি পাল্কিতে দেবী দেবতাদের বিগ্রহ তোলা হয়। বিগ্রহের গায়ে জড়ানো হয় স্থানীয় তরুণীদের হাতে বোনা শাল। পাল্কি যায় পাণ্ডুকেশ্বর।