Electric Cycle: ১০ পয়সায় ১ কিলোমিটার
আপনি মাত্র ১০ পয়সা খরচ করেই যেতে পারবেন ১ কিমি। এমনটাই দাবি করছে Stryder সংস্থা। এই সংস্থা বাজারে এনেছে Stryder Zeeta বৈদ্যুতিক সাইকেল।
আপনি মাত্র ১০ পয়সা খরচ করেই যেতে পারবেন ১ কিমি। এমনটাই দাবি করছে Stryder সংস্থা। এই সংস্থা বাজারে এনেছে Stryder Zeeta বৈদ্যুতিক সাইকেল। এই বৈদ্যুতিক সাইকেল একবার ফুল চার্জ করতে ৩ ঘণ্টা সময় লাগে। Tata Stryder বৈদ্যুতিক সাইকেল একবার ফুল চার্জে ৪০ কিমি যেতে পারে । এই বৈদ্যুতিক সাইকেলে 36 V 250W BLDC হাব মোটর আছে। অনেকেই শরীরচর্চার জন্য সাইকেল চালাতে পছন্দ করেন। তাঁদের জন্য এই এই বৈদ্যুতিক সাইকেল খুবই ভাল। এটিতে অটো-কাট ব্রেক আছে। এছাড়াও ডিস্ক ব্রেক পাবেন ২টি চাকাতে। Tata Stryder য়ের বিভিন্ন মডেল বাজারে পাবেন। সেগুলি হল ETB 100,Voltic 1.7। সারা দেশে প্রায় ৪০০০ টি রিটেল স্টোর আছে। Zeeta Plus ই-সাইকেলটির দাম ২৬,৯৯৫ টাকা।
Latest Videos