Gamma Burst Necklace: মহাকাশে নেকলেস!

Gamma Burst Necklace: মহাকাশে নেকলেস!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 09, 2023 | 4:56 PM

মহাকশে যেন ভাসমান এক নেকলেস। মণিমুক্তো ভরা ঝকমকে। অনেক আলোকবর্ষ পেরিয়ে আদিম তারার সংকেত নিয়ে ছবি এসেছে প্রাচীনতম গ্যালাক্সি থেকে। দূরত্ব ৩০ লক্ষ আলোকবর্ষ। মহাবিশ্ব তখন আজকের বয়সের ১৬ভাগের ১ ভাগ। এই নেকলেস আসলে গামা রে বার্স্ট। জেমস টেলিস্কোপে ধরা পড়ে এই দৃশ্য।

মহাকশে যেন ভাসমান এক নেকলেস। মণিমুক্তো ভরা ঝকমকে। অনেক আলোকবর্ষ পেরিয়ে আদিম তারার সংকেত নিয়ে ছবি এসেছে প্রাচীনতম গ্যালাক্সি থেকে। দূরত্ব ৩০ লক্ষ আলোকবর্ষ। মহাবিশ্ব তখন আজকের বয়সের ১৬ভাগের ১ ভাগ। এই নেকলেস আসলে গামা রে বার্স্ট। জেমস টেলিস্কোপে ধরা পড়ে এই দৃশ্য। গ্যালাক্সিরা একসঙ্গে থেকে তৈরি করে কসমিক ওয়েব। তখন মহাবিশ্বে প্রচুর ভয়েড বা শূন্যস্থান। এই ব্ল্যাকহোল যার মধ্যে দিয়ে নেকলেসটি ছড়িয়েছে সেটিই জালিকার উজ্জ্বলতম স্থান। এই জালিকা বা কসমিক ওয়েবকে আটকে রেখেছে ব্ল্যাকহোলের তীব্র চৌম্বক ক্ষেত্র। জেমস ওয়েব টেলিস্কোপের বিজ্ঞানীরা অবাক এই দৃশ্যে। তাঁরা বলছেন গ্যালাক্সিরা যে ক্লাস্টার তৈরি করে এটা তার উদাহরণ। এখনও সর্ববৃহৎ কসমিক ওয়েব হারকিউলিস করোনা বোরেয়ালিস গ্রেট ওয়াল। এই নেকলেস তার নিরিখে খুব একটা ছোট নয়।

 

 

Published on: Jul 09, 2023 04:44 PM