Khanakul News: গ্রামে বিজেপির জয়, তার শাস্তি...

Khanakul News: গ্রামে বিজেপির জয়, তার শাস্তি…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 29, 2023 | 3:08 PM

পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে জিতিয়েছেন এই অপরাধে গ্রাম থেকে বের হওয়ার একমাত্র বাঁশের ব্রিজ কেটে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর অভিযোগ খানাকুলের বালিগোড়ী গ্রামের বাসিন্দাদের।

পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে জিতিয়েছেন এই অপরাধে গ্রাম থেকে বের হওয়ার একমাত্র বাঁশের ব্রিজ কেটে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর অভিযোগ খানাকুলের বালিগোড়ী গ্রামের বাসিন্দাদের। তাদের দাবী,বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনে খানাকুল ২ ব্লক এলাকার নতিবপুর ১ পঞ্চায়েত তৃনমুল নিজেদের দখলে রাখলেও নতিবপুর ২ পঞ্চায়েত দখল করেছে বিজেপি। দুই পঞ্চায়েতের সীমানার মধ্যবর্তী এলাকা দিয়ে প্রবাহিত মুন্ডেশ্বরী নদীর উপর থাকা বাঁশের একমাত্র ব্রিজটি রাতে অন্ধকারে নদীতে জল বাড়ার সুয়োগ নিয়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে,শুধুমাত্র বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে। সমস্ত বিষয়টি নিয়ে চাপা উত্তেজনা এলাকাজুড়ে। বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছেন খানাকুল বিধায়কও তার দাবী শুধুমাত্র খানাকুল ২ ব্লক এলাকা বিজেপির দখলে থাকার কারনে এই এলাকার উন্নয়ন স্তব্ধ করার চেষ্টা করছে প্রশাসনের একাংশ,যাতে করে বিজেপি এলাকার উন্নয়ন করেনি তা প্রমান করা যায়। যদিও সমস্ত বিষয়টি অস্বীকার করে তৃণমূলের দাবী,প্রাকৃতিক বিপর্জন নিয়ে রাজনীতি করছে বিজেপি।

Published on: Sep 29, 2023 03:05 PM