AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Khela Hobe Michhil: সুন্দরবনে খেলা হবে

Khela Hobe Michhil: সুন্দরবনে খেলা হবে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 24, 2023 | 3:19 PM

Share

বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম সভার তৃণমূলের জয়ী প্রার্থীরা সাধারণ গ্রামবাসীদের নিয়ে বিজয় মিছিল করলো। ২১শে জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, একশো দিনের প্রকল্পের টাকা আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার গত তিন বছর। বাংলার মানুষ যাতে ১০০ দিনের কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে তাই তিনি 'খেলা হবে' প্রকল্প ঘোষণা করেছন।

বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম সভার তৃণমূলের জয়ী প্রার্থীরা সাধারণ গ্রামবাসীদের নিয়ে বিজয় মিছিল করলো। ২১শে জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, একশো দিনের প্রকল্পের টাকা আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার গত তিন বছর। বাংলার মানুষ যাতে ১০০ দিনের কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে তাই তিনি ‘খেলা হবে’ প্রকল্প ঘোষণা করেছন। সেই প্রকল্পের ঘোষণা হওয়ার পর সুন্দরবনের তৃণমূলের জয়ী প্রার্থীরা এদিন ‘খেলা হবে’ প্রকল্পের কাটআউট ও প্ল‍্যাকার্ড নিয়ে বিজয় মিছিল বের করলো। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূলের জয়ী প্রার্থী শহীদুল্লাহ্ গাজী ও গ্রাম সভার জয়ী তৃণমূল প্রার্থী ইকবাল আহমেদের নেতৃত্বে এই পঞ্চায়েতের সব জয়ী প্রার্থীদের নিয়ে এদিন মিছিল করলো লেবুখালী-হাসনাবাদ রোডের বাঁকড়া থেকে সাহাপুর পর্যন্ত। প্রত্যেকের হাতে খেলা হবে প্রকল্পের কাটআউট যেমন ছিল অন্যদিকে ফুলের মালা সবুজ আবির উড়িয়ে বিজয় উৎসবে সামিল ছিলেন সুন্দরবনের প্রান্তিক মানুষ। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী শহিদুল্লাহ গাজী বলেন, “আমরা আজ জয়ী প্রার্থীরা বিজয় মিছিল করলাম। তার একমাত্র উদ্দেশ্য ২১শে জুলাই দলনেত্রী ফের ১০০ দিনের কাজের ‘খেলা হবে’ কর্মসূচি চালু করার কথা ঘোষণা করেছেন। সেই খেলা হবে প্রকল্প ঘোষণা হওয়ার পর থেকে প্রান্তিক মানুষরা আনন্দ উৎসবে মেতেছে। আমরা চাই সুন্দরবনের এই প্রান্তিক এলাকার মানুষ তাদের ১০০ দিনের কাজের মধ্য দিয়ে জীবিকা অর্জন করে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুক। তাই আজকে শুধু তৃণমূলের জয়ী প্রার্থীরা নন। সুন্দরবনের প্রান্তিক মানুষেরা আমাদের বিজয় মিছিলে হাজির হয়েছেন।”

Published on: Jul 24, 2023 02:37 PM