Kiara Advani Cars: কিয়ারার মতই তাঁর নতুন গাড়ি
এমন এক গাড়ি কিনেছেন অভিনেত্রী কিয়ারা আদবানি যার রূপ ঝলসে দেবে চোখ। ২.৬৯ কোটি টাকার গাড়ি কিনলেন কিয়ারা আদবানি। পুনের মার্সিডিজ প্ল্যান্টে তৈরি হয়েছে এই গাড়ি, Mercedes Maybach S580 । এই সেডান গাড়িতে আছে মেড ইন ইন্ডিয়ার লোগো। ৪ লিটারের টুইন টার্বো চার্জড ইঞ্জিন। ৪৮ ভোল্ট EQ বুস্ট ও মাইল্ড হাইব্রিড সিস্টেম
এ যেন ‘সোনার হাতে সোনার কাঁকন কে কার অলঙ্কার’ । এমন এক গাড়ি কিনেছেন অভিনেত্রী কিয়ারা আদবানি যার রূপ ঝলসে দেবে চোখ। ২.৬৯ কোটি টাকার গাড়ি কিনলেন কিয়ারা আদবানি। পুনের মার্সিডিজ প্ল্যান্টে তৈরি হয়েছে এই গাড়ি, Mercedes Maybach S580 । এই সেডান গাড়িতে আছে মেড ইন ইন্ডিয়ার লোগো। ৪ লিটারের টুইন টার্বো চার্জড ইঞ্জিন। ৪৮ ভোল্ট EQ বুস্ট ও মাইল্ড হাইব্রিড সিস্টেম। ৪৯৬ ব্রেক হর্স পাওয়ার আর ৭০০ এনএম টর্ক উৎপাদন করে। গাড়িটিতে আছে ৪ জোন স্বয়ংক্রিয় ক্লাইমেট কন্ট্রোল। আছে এয়ার কয়ালিটি কন্ট্রোল। আছে অ্যাক্টিভ নয়েজ কন্ট্রোল, ভ্যানিটি মিরর, নেভিগেশন কন্ট্রোল সহ আরও দুরন্ত সব ফিচার। গাড়ির ভিতরে আছে একটি ১২.৮ ইঞ্চির টাচস্ক্রিন। পাওয়ার ডোর লক, একধিক এয়ারব্যাগ, ভয়েস কন্ট্রোল, সেন্ট্রাল লকিং সিস্টেম। আছে চাইল্ড সেফটি লক, টায়ার প্রেশার মনিটর, অ্যান্টি থেফট অ্যালার্ম ও ক্র্যাশ সেন্সর। আছে ইঞ্জিন ইমোবিলাইজার, ব্লাইন্ড স্পট মনিটর, স্পিড সেন্সিং ডোর লক, জিও ফেন্স অ্যালার্ট। গাড়িতে আছে হিল অ্যাসিস্ট এবং ৩৬০ ডিগ্রি কামেরা। এটি কিয়ারার দ্বিতীয় মার্সিডিজ। কিয়ারার সংগ্রহে আছে অডি এ৮ বিএমডব্লিউ এক্স ফাইভ।