Viral Video: জুতোয় ফণা তুলে বসে জাত কেউটে!

একটি ভিডিয়োতে দেখা গেল এক জোড়া জুতো, জুতো জোড়ায় ফণা তুলে আছে কেউটে সাপ। জুতোর সামনের দিকটা লম্বা, হুবহু ফণা তোলা কেউটে যেন

Viral Video: জুতোয় ফণা তুলে বসে জাত কেউটে!
| Edited By: | Updated on: Feb 11, 2023 | 12:50 PM

সাপ দেখতে ভয়ঙ্কর সুন্দর। সাপ শব্দটা শুনলে মনে আতঙ্ক জাগে অনেকের। স্টাইল স্টেটমেন্ট ও ফ্যাশনে সাপ কিন্তু খুব জনপ্রিয়। অলঙ্কারে ব্যবহৃত হয় সাপের নকশা। এবার এক অদ্ভুত ফ্যাশন দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিয়োতে দেখা গেল এক জোড়া জুতো, জুতো জোড়ায় ফণা তুলে আছে কেউটে সাপ। জুতোর সামনের দিকটা লম্বা, হুবহু ফণা তোলা কেউটে যেন। তবে, বিভ্রান্ত হবেন না। এগুলি সত্যিকারের সাপ নয়। এগুলি আসলে জুতোই। ক্লিপটি প্রথমে একটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। সেখানে ভয়ঙ্কর ভাইরাল হয় ভিডিয়োটি। পরবর্তীতে টুইটারে ভাইরাল হচ্ছে। বর্তমানে এই ভিডিয়োর ভিউ প্রায় ২৫,০০০। বহু মানুষ ভিডিয়োটি দেখে কমেন্ট ও লাইক করেছেন।

Follow Us: