KMC: বার্থ সার্টিফিকেটের জন্য নতুন কাউন্টার খোলার ভাবনা KMC-র, জোর অনলাইন আবেদনেও
মেয়র ফিরহাদ হাকিম বলেন, "SIR চলছে। হেয়ারিং যখন চলবে তখন তো বার্থ সার্টিফিকেট লাগবে। তাই আমাদের এখানে যাতে পর্যাপ্ত অফিসার থাকে সেইটাই দেওয়ার ব্যবস্থা করব। যখন যেখানে হেয়ারিং হবে তখন তো এই সার্টিফিকেট লাগবে। সেটা দেওয়ার জন্য যাতে পর্যাপ্ত অফিসার থাকে সেইটারই ব্যবস্থা করছি। সেই কারণেই ক্যাম্প করছি।"
সোমবার থেকে ক্যাম্প খুলছে কলকাতা পৌরনিগম। জানা যাচ্ছে, এসআইআর-এর আবহে জন্মের শংসাপত্র থেকে মৃত্যুর শংসাপত্রের চাহিদা ক্রমেই বেড়েছে। আর সেই কারণে ক্যাম্প খুলছে পৌরনিগম। মেয়র ফিরহাদ হাকিম ইতিমধ্যেই এই ক্যাম্পের বিষয়টি জানিয়েছেন। আর এবার বিশেষ কাউন্টার খুলতে চাইছে পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম বলেন, “SIR চলছে। হেয়ারিং যখন চলবে তখন তো বার্থ সার্টিফিকেট লাগবে। তাই আমাদের এখানে যাতে পর্যাপ্ত অফিসার থাকে সেইটাই দেওয়ার ব্যবস্থা করব। যখন যেখানে হেয়ারিং হবে তখন তো এই সার্টিফিকেট লাগবে। সেটা দেওয়ার জন্য যাতে পর্যাপ্ত অফিসার থাকে সেইটারই ব্যবস্থা করছি। সেই কারণেই ক্যাম্প করছি।”
Latest Videos

