Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan income from Bigg Boss: উইক এন্ডে সলমনের রোজগার কত জানেন?

Salman Khan income from Bigg Boss: উইক এন্ডে সলমনের রোজগার কত জানেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 05, 2023 | 1:58 PM

সলমন খানের উইক এন্ডের ইনকাম কত জানেন? শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। শুরু হয়েছে এবারের বিগ বস। এই বছর এই রিয়েলিটি শোয়ের সিজন ১৭। এই রিয়েলিটি শো সঞ্চালনা করতে কত পারিশ্রমিক নেন সলমন খান? শোনা যাচ্ছে সুপারস্টার সলমন খান নাকি বিপুল অঙ্কের পারিশ্রমিক পান বিগ বস থেকে।

সলমন খানের উইক এন্ডের ইনকাম কত জানেন? শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। শুরু হয়েছে এবারের বিগ বস। এই বছর এই রিয়েলিটি শোয়ের সিজন ১৭। এই রিয়েলিটি শো সঞ্চালনা করতে কত পারিশ্রমিক নেন সলমন খান? শোনা যাচ্ছে সুপারস্টার সলমন খান নাকি বিপুল অঙ্কের পারিশ্রমিক পান বিগ বস থেকে।

সোনা গিয়েছিল বিগ বস সিজন ১৫ এ সলমন খান ১০০০ কোটি টাকা পারিশ্রমিক নেন। যদিও ভাইজান এক সাক্ষাৎকারে এই দাবি উড়িয়ে দেন। শোনা যায় ওই সিজনে ৩৫০ কোটি টাকা নেন সলমন। গুঞ্জন বিগ বস সিজন ১৭য় সলমনের প্রতি উইক এন্ডে সঞ্চালক হিসেবে পারিশ্রমিক প্রায় ১২ কোটি টাকা।

এপিসোড পিছু প্রায় ৬ কোটি টাকা সলমনের পারিশ্রমিক। এবারের বিগ বসে আছেন মুনাওয়ার ফারুকি, মান্নারা চোপড়া, অঙ্কিতা লোখান্ডে, নীল ভাট ও ঐশ্বর্য শর্মা। ২০১০এ শুরু হয় এই রিয়েলিটি শো।