Jawan Artist’s Fees: জওয়ানের অভিনেতাদের পারিশ্রমিক কত?
ছবিতে আছেন দীপিকা পাড়ুকোন, নয়নতারা, বিজয় সেতুপতি ও সুনীল গ্রোভার। জানেন কত পারিশ্রমিক এই ছবির কুশীলবদের? ছবির আয়ের ৬০% ছাড়াও ১০০ কোটি পারিশ্রমিক পাবেন শাহরুখ খান। বিজয় সেতুপতির পারিশ্রমিক ২১ কোটি টাকা। জওয়ান দিয়ে বলিউডে পদার্পণ করছেন সুপারস্টার নয়নতারা। তাঁর পারিশ্রমিক ১০ কোটি টাকা।
৩০০ কোটির ছবি জওয়ান। শাহরুখ ভক্তদের উন্মাদনা তুঙ্গে। ছবিতে আছেন দীপিকা পাড়ুকোন, নয়নতারা, বিজয় সেতুপতি ও সুনীল গ্রোভার। জানেন কত পারিশ্রমিক এই ছবির কুশীলবদের? ছবির আয়ের ৬০% ছাড়াও ১০০ কোটি পারিশ্রমিক পাবেন শাহরুখ খান। বিজয় সেতুপতির পারিশ্রমিক ২১ কোটি টাকা। জওয়ান দিয়ে বলিউডে পদার্পণ করছেন সুপারস্টার নয়নতারা। তাঁর পারিশ্রমিক ১০ কোটি টাকা। চেন্নাই এক্সপ্রেসের পর কিং খানের এই ছবিতেও আছেন প্রিয়ামণি। তাঁর পারিশ্রমিক ২ কোটি টাকা। দীপিকা পাড়ুকোন জওয়ানে আছেন অতিথি শিল্পী হিসাবে। তাঁর পারিশ্রমিক জানা যায়নি। ইতিমধ্যেই আগাম বুকিংয়ের সব রেকর্ড ছাপিয়ে গেছে জওয়ান। ২ লক্ষেরও বেশি টিকিটের অ্যাডভান্স বুকিং হয়েছে জওয়ানের। ভোর ৫টা থেকে রাত ২ টো ১৫ পর্যন্ত শো টাইম এই ব্লক বাস্টারের। কলকাতায় ভোর ৫টা, হায়দরাবাদে সকাল ৭টা আর রায়গঞ্জে রাত ২ টো ১৫য় জওয়ানের শো। হিন্দি, তামিল ও তেলগু ভাষায় একসঙ্গে রিলিজ হয়েছে এই ছবি।