Richest person in West Bengal: পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তিকে চেনেন?

Richest person in West Bengal: পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তিকে চেনেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 07, 2023 | 12:17 AM

পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তিকে চেনেন? তিনি শ্রী সিমেন্টের চেয়ারম্যান বেনু গোপাল বাঙ্গুর। সম্পত্তির পরিমাণ ৫৭,০০০ কোটি টাকা। বেনু গোপাল বাঙ্গুরের জন্ম ১৯৩১ এ, বয়স এখন ৯২। ভারতের অন্যতম বয়স্ক বিলিয়নিয়ার তিনি।

পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তিকে চেনেন? তিনি শ্রী সিমেন্টের চেয়ারম্যান বেনু গোপাল বাঙ্গুর। সম্পত্তির পরিমাণ ৫৭,০০০ কোটি টাকা। বেনু গোপাল বাঙ্গুরের জন্ম ১৯৩১ এ, বয়স এখন ৯২। ভারতের অন্যতম বয়স্ক বিলিয়নিয়ার তিনি। মাড়ওয়ারি পরিবারের সন্তান বেনু গোপালের শিক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বেনু গোপালের দাদু মুঙ্গি রাম বাঙ্গুর ছিলেন স্টক মার্কেটের ব্রোকার। ১৯৯১ মুঙ্গি রাম বাঙ্গুর তাঁর ব্যবসার ৫ ভাগ করেন। একটি ভাগের অংশীদার হন বেনু গোপাল বাঙ্গুর। ওই সময় থেকেই তিনি শ্রী সিমেন্ট চালাচ্ছেন। বর্তমানে কলকাতার একটি বিলাসবহুল ভিলায় থাকেন। স্ত্রী বিয়োগ হয়েছে তাঁর, বর্তমানে তাঁর দুই সন্তান আছে। তাঁর ছেলে হরি মোহন আইআইটির স্নাতক। শ্রী সিমেন্টের মূলধন ৮৯,৭৫০ কোটি টাকার। অন্ধ্র প্রদেশের একটি সিমেন্ট প্ল্যান্টে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। তিন ধরনের সিমেন্টের উৎপাদন করে শ্রী সিমেন্ট। সিমেন্ট ব্যবসাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন বেনু গোপাল বাঙ্গুর। সিমেন্ট ছাড়াও বিদ্যুৎ উৎপাদন করে শ্রী গ্রুপ।