Healthy Lifestyle: স্ট্রতেই  লুকিয়ে বিপদ

Healthy Lifestyle: স্ট্রতেই লুকিয়ে বিপদ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 28, 2023 | 4:44 PM

পানীয়ে চুমুক দিলে লিপস্টিক ঘেঁটে যায়। তাই অনেকেই টান দেন প্লাস্টিকের স্ট্রয়ে। চিকিৎসকরা প্লাস্টিকের স্ট্র ব্যবহার করতে বারণ করেন। এতে দাঁতের সমস্যা বাড়ে। প্লাস্টিকের স্ট্রয়ের মাধ্যমে নরম মিষ্টি পানীয়ের চিনি সরাসরি দাঁতে লেগে এনামেলের ক্ষতি করে।

পানীয়ে চুমুক দিলে লিপস্টিক ঘেঁটে যায়। তাই অনেকেই টান দেন প্লাস্টিকের স্ট্রয়ে। চিকিৎসকরা প্লাস্টিকের স্ট্র ব্যবহার করতে বারণ করেন। এতে দাঁতের সমস্যা বাড়ে। প্লাস্টিকের স্ট্রয়ের মাধ্যমে নরম মিষ্টি পানীয়ের চিনি সরাসরি দাঁতে লেগে এনামেলের ক্ষতি করে। প্লাস্টিকের স্ট্রয়ের মাধ্যমে দেহে অতিরিক্ত বাতাস ঢুকে অ্যারোফ্যাগিয়ার সৃষ্টি করে।

এই বাতাস পরিপাকতন্ত্রে গ্যাস বাড়ায় পেটে ফোলা ভাব বাড়িয়ে তোলে। এতে হজমের সমস্যা হয়। অতিরিক্ত স্ট্রয়ের ব্যবহারে মুখের চারপাশে বলিরেখা তৈরি হয়। ঠোঁটের আশপাশের কোলাজেন কলা ভেঙে ত্বক কুঁচকে যায়। প্লাস্টিকের স্ট্র পলিপ্রোপিলিনে তৈরি এই যৌগ নিরাপদ।

এর সঙ্গে মিশে থাকে বহু বিষাক্ত রাসায়নিক। প্লাস্টিকের স্ট্র দিয়ে গরম পানীয় খেলে। মাইক্রো প্লাস্টিক যকৃতের ক্ষতি করে। তাই ডাব কিংবা নরম পানীয় খেতে স্ট্রয়ের বদলে গ্লাসে ঢেলে পান করুন।