Kolkata, Fake Voter Card: ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!
Kolkata Voter: যে সব মানুষ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন, তাঁদের অনেকেরই নাম নেই নতুন সংশোধিত তালিকায়। দেখানো হয়েছে তাঁদের কেউ মারা গিয়েছেন, কেউ বা চলে গিয়েছেন।
সকাল সকাল এলাকায় ভুয়ো ভোটারের খোঁজে বেরিয়েছিলেন কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ৩ নম্বর বোরোর চেয়ারম্যান অনিন্দ্য কিশোর রাউত। কিন্তু তিনি দেখতে পেলেন এক অদ্ভুতুড়ে ব্যাপার। যে সব মানুষ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন, তাঁদের অনেকেরই নাম নেই নতুন সংশোধিত তালিকায়। দেখানো হয়েছে তাঁদের কেউ মারা গিয়েছেন, কেউ বা চলে গিয়েছেন।
Published on: Mar 02, 2025 10:49 PM