Kolkata International Bookfair 2023: পরিবেশ রক্ষায় বইমেলা

Supriyo Ghosh

Supriyo Ghosh |

Updated on: Feb 12, 2023 | 7:34 PM

Save Environment: পরিবেশ দূষণ যেন দৈনন্দিন ঘটন। সকাল থেকে রাত পর্যন্ত পরিবেশ দূষণ হয়ে চলেছে বিভিন্ন কারণে। পরিবেশ দূষণের একটা বড় কারণ হল প্লাস্টিকের ব্যবহার। কিন্তু এবারের বইমেলাতে ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল। বিমল কুমার বড়ুয়া হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন পরিবেশ রক্ষার দাবিতে।

পরিবেশ দূষণ যেন দৈনন্দিন ঘটন। সকাল থেকে রাত পর্যন্ত পরিবেশ দূষণ হয়ে চলেছে বিভিন্ন কারণে। পরিবেশ দূষণের একটা বড় কারণ হল প্লাস্টিকের ব্যবহার। সকালে বাজার করা থেকে শুরু করে শপিং করা, সবকিছুতেই প্লাস্টিক। কিন্তু এবারের বইমেলাতে ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল। বিমল কুমার বড়ুয়া হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন পরিবেশ রক্ষার দাবিতে।

বিমল কুমার বড়ুয়া এসেছেন আকড়া জগন্নাথ নগর থেকে। উদ্দেশ্য একটাই। মানুষ সচেতন হোক। মানুষের সচেতনতা বৃদ্ধি পেলে তবে পরিবেশকে বাঁচানো যাবে। কাগজে কলমে হয়তো সবারই জানা পরিবেশ দূষণের কারণ। কিন্তু সেটা কজনই বা মান্য করেন। তাই তিনি হাতে প্ল্যাকার্ড নিয়ে বইমেলা ঘুরে বেড়াচ্ছেন সচেতনতার বার্তা নিয়ে। বেশ কিছু মানুষ তাঁর এই উদ্যোগের প্রশংসাও করলেন।

এবারের বইমেলাতে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের সংখ্যা অনেকটাই কম। বইপ্রেমীরা যখন বই কিনতে যাচ্ছে, তাদেরকে দেওয়া হচ্ছে কাগজ বা চটের ব্যাগ। বেশ কিছু মানুষকে দেখা গেল বইমেলাতে তারা ভিড় জমাচ্ছেন কাপড় বা চটের ব্যাগ কেনার জন্য। হয়তো তাঁর সচেতনতার বার্তায় কিছু মানুষের মধ্যে সচেতনতার প্রভাব লক্ষ্য করা যাবে।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla