Bangla News » Videos » Kolkata International Bookfair 2023: Old Books are selling like hotcake
Kolkata International Bookfair 2023: অজস্র নতুন বই তাও কাটতি উইয়ে কাটা বইয়ের
Supriyo Ghosh |
Updated on: Feb 12, 2023 | 7:42 PM
Old Book Selling: নতুন বই এইবার বোধহয় সবচেয়ে বেশি বেরিয়েছে। কিন্তু দেখুন। উইয়ে কাটা বইয়ের কাটতি। হ্যাঁ, বইমেলার স্টলেই।
নতুন বই এইবার বোধহয় সবচেয়ে বেশি বেরিয়েছে। কিন্তু দেখুন। উইয়ে কাটা বইয়ের কাটতি। হ্যাঁ, বইমেলার স্টলেই। এখানে একবার যাঁরা ঢোকেন তাঁরা সহজে বেরোতে পারেন না। এমনই টান এইসব পুরনো বইয়ের। বালিতে থাকেন। পুরনো বইয়ের সংগ্রাহক। অবশ্য শুধু সংগ্রহই নয়। সেগুলো বিক্রিও করছেন বইপ্রেমীদের।