SIR-এ ‘পিছিয়ে’ ২ কলকাতা! পিছিয়ে মুখ্যমন্ত্রীর কেন্দ্রও
কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণে ২০ শতাংশ করে মানুষের ফর্ম ফেরত এসেছে। কোথাও তাঁদের পাওয়া যায়নি, তাঁরা অন্যত্র রয়েছেন, মৃত ভোটার রয়েছেন। কলকাতা দক্ষিণের ক্ষেত্রে বালিগঞ্জে ৯.৭ শতাংশ, ভবানীপুরে ১০ শতাংশ, রাসবিহারীতে ১০ শতাংশ, পোর্ট এলাকা খিদিরপুর-সংলগ্ন এলাকায় ১২ শতাংশ মানুষে ফর্ম ফেরত এসেছে।
কলকাতা: এসআইআর নিয়ে মুখ ফেরাচ্ছে কলকাতা। রাজ্যে সবচেয়ে বেশি ফর্ম ফেরতে এগিয়ে রয়েছে কলকাতা। দুই কলকাতা মিলিয়ে ২০ শতাংশ করে আনকালেক্টেবল ফর্ম। বাদ যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও বিধানসভা কেন্দ্র। ১০ শতাংশের বেশি নো ম্যাপিং কলকাতা দক্ষিণে। সারা রাজ্য জুড়ে এসআইআর-এর ফর্ম ম্যাপিংয়ে ৯৭ শতাংশ সম্পূর্ণ করা হয়েছে। কিন্তু কলকাতায় দেখা যাচ্ছে, একেবারেই বিপরীত চিত্র। কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণে ২০ শতাংশ করে মানুষের ফর্ম ফেরত এসেছে। কোথাও তাঁদের পাওয়া যায়নি, তাঁরা অন্যত্র রয়েছেন, মৃত ভোটার রয়েছেন। কলকাতা দক্ষিণের ক্ষেত্রে বালিগঞ্জে ৯.৭ শতাংশ, ভবানীপুরে ১০ শতাংশ, রাসবিহারীতে ১০ শতাংশ, পোর্ট এলাকা খিদিরপুর-সংলগ্ন এলাকায় ১২ শতাংশ মানুষে ফর্ম ফেরত এসেছে।

