Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Stand For Green: ৯৫ লক্ষ গাছের ঘাটতিতে ধুঁকছে কলকাতা

Stand For Green: ৯৫ লক্ষ গাছের ঘাটতিতে ধুঁকছে কলকাতা

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 01, 2023 | 7:40 PM

সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের এক সমীক্ষা বলছে একজন শহুরে মানুষের সুস্থ জীবন যাপনের জন্য দরকার ৭টি বৃক্ষ জাতীয় গাছ । কী চিত্র আমাদের কলকাতার? কলকাতার জনসংখ্যা প্রায় ১।৫কোটি। অর্থাৎ কলকাতার নাগরিকদের সুস্থতার জন্য ১০ কোটি গাছ থাকা প্রয়োজন

গরম বাড়ছে। প্রতিদিন। গাছ কমছে রোজ। সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের এক সমীক্ষা বলছে একজন শহুরে মানুষের সুস্থ জীবন যাপনের জন্য দরকার ৭টি বৃক্ষ জাতীয় গাছ । কী চিত্র আমাদের কলকাতার? কলকাতার জনসংখ্যা প্রায় ১।৫কোটি। অর্থাৎ কলকাতার নাগরিকদের সুস্থতার জন্য ১০ কোটি গাছ থাকা প্রয়োজন। কিন্তু বাস্তবে কলকাতা শহরে রয়েছে ৫লক্ষ গাছ। কিছু মানুষ কলকাতা পুর এলাকায় গাছের গুরুত্ব নিয়ে কথা বলতে শুরু করলেন। স্থানীয় প্রশাসনের কাছে গিয়ে স্মারকলিপি জমা দিচ্ছেন। সৌন্দর্যায়নের চাপে যেন গৌণ হয়ে যাচ্ছে সবুজ বলছেন স্ট্যন্ড ফর গ্রিন কলকাতার সদস্যরা। গাছের গোড়ায় মাটি নেই আছে কংক্রিট। গাছের গায়ে পেরেকের আঘাত। কলকাতা পুর আইন অনুযায়ী কোনও বাড়ি বা নির্মাণের অন্তত ২৫% হতে হবে সবুজ। কীভাবে এই আইনকে বুড়ো আঙুল দেখানো হয়? অনেকেই গাছের বদলে ঘাস লাগিয়ে, পাম জাতীয় গাছ লাগিয়ে দায় সারেন।