Kolkata Knight Riders: ওপেনিং জুটির ফর্ম নিয়ে চিন্তায় কলকাতা নাইট রাইডার্স!

Kolkata Knight Riders: ওপেনিং জুটির ফর্ম নিয়ে চিন্তায় কলকাতা নাইট রাইডার্স!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Aug 16, 2023 | 12:32 PM

KKR Opening Batter: হার দিয়ে মরসুম শুরু করেও,অনবদ্য প্রত্য়াবর্তন কলকাতা নাইট রাইডার্সের। এর পর টানা দুই ম্যাচে জয়। প্রথম ৩ ম্যাচেই ওপেনিং ভুগিয়েছে কলকাতাকে। এ বার চতুর্থ ম্যাচে ওপেনিংয়ে কি নতুন জুটি দেখা যাবে?

হার দিয়ে মরসুম শুরু করেও,অনবদ্য প্রত্য়াবর্তন কলকাতা নাইট রাইডার্সের। এর পর টানা দুই ম্যাচে জয়। প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ওপেন করেন মনদীপ সিং ও রহমানুল্লা গুরবাজ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইসে মাত্র ৭ রানে হার কলকাতার। তবে তার চেয়েও অস্বস্তি,ওপেনিং জুটিতে যোগ হয় মাত্র ১৩ রান। রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে কেকেআরের হয়ে ওপেন করেন রহমানুল্লা গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ার। ওপেনিং জুটি ভাঙে ২৬ রানে। ভেঙ্কটেশ আইয়ার আউট হন মাত্র ৩ রান করে। গত ম্য়াচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় কেকেআরের। ওপেনিং জুটি সাফল্য় পেলে হয়তো এত চাপের মুহূর্ত তৈরি হত না। এই ম্যাচেও নতুন জুটি, গুরবাজের সঙ্গে নারায়ণ জগদীশন। জুটিতে যোগ হয় মাত্র ২০ রান। গুরবাজের নতুন ওপেনিং পার্টনার জগদীশন করেন ৬ রান। সমস্যাটা শুধু এই মরসুমের নয়। গত মরসুমের শুরু থেকে ৯টি ভিন্ন ওপেনিং জুটি। মাত্র এক বার ৫০ রানের পার্টনারশিপ হয়েছে যা এসেছিল ভেঙ্কটেশ আইয়ার-অজিঙ্ক রাহানে জুটিতে। এ বার চতুর্থ ম্যাচে কি নতুন জুটি দেখা যাবে কেকেআরের? দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের কিপার-ব্য়াটার লিটন দাস, তিনিও ওপেনার। সমস্য়া হল, লিটনকে খেলাতে হলে অন্য় কোনও বিদেশিকে বসাতে হবে। গুরবাজ ভালো ছন্দে রয়েছেন,ফলে তাঁকে বসিয়ে লিটনকে খেলানোর সম্ভাবনা কম। ওপেনিং জুটির সমস্যা মেটাতে বিকল্প ভাবতেই হবে কলকাতাকে।

Published on: Apr 14, 2023 08:29 PM