AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: গ্রিন লাইনে বাড়ছে মেট্রো, নাশকতা ঠেকাতে নয়া AI প্রযুক্তি কলকাতায়!

Kolkata Metro: গ্রিন লাইনে বাড়ছে মেট্রো, নাশকতা ঠেকাতে নয়া AI প্রযুক্তি কলকাতায়!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Nov 22, 2025 | 5:22 PM

Share

Green Line, Artificial Intelligence Technology in Kolkata Metro: কলকাতা মেট্রোর পুরো নেটওয়ার্কে চালু হবে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত সুরক্ষা ব্যবস্থা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে নতুন এই প্রযুক্তি সুরক্ষার পাশাপাশি নজরদারিতেও যথেষ্ট সক্ষম। সহজেই কোনও সন্দেহজনক গতিবিধি চিহ্নিত করা যাবে।

দিল্লিতে বিস্ফোরণের পর এবার সতর্ক কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে কলকাতা মেট্রোতে বসতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত সুরক্ষা ব্যবস্থা। জানা গিয়েছে, নাশকতা ঠেকাতে যথেষ্ট উপযুক্ত এই কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম।

কলকাতা মেট্রোর পুরো নেটওয়ার্কে চালু হবে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত সুরক্ষা ব্যবস্থা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে নতুন এই প্রযুক্তি সুরক্ষার পাশাপাশি নজরদারিতেও যথেষ্ট সক্ষম। সহজেই কোনও সন্দেহজনক গতিবিধি চিহ্নিত করা যাবে। কেউ লাইনে পড়ে গেলে বা ঝাঁপ দিলেও তা ধরা পড়বে এই প্রযুক্তিতে।

এ ছাড়াও শহর জুড়ে পরিষেবা বাড়াচ্ছে মেট্রো রেল। শনিবারও জোকা-মাঝেরহাট লাইনে চলবে মেট্রো। শনিবার গ্রিন লাইনেও বাড়বে মেট্রোর সংখ্যা। ১৮৬-এর বদলে শনিবার গ্রিন লাইনে চলবে ২০২টি মেট্রো।