রাজ্য়ের চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ। কলকাতা মেট্রো রেলে নিয়োগ। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি। ফিটার ও ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ করা হবে। নিয়োগ হবে মোট ১২৫ টি শূন্যপদে। ৮১ টি পদে ফিটার, ২৬ টি পদে ইলেকট্রিশিয়ান, ৯ টি পদে মেশিনিস্ট এবং ৯ টি পদে ওয়েল্ডার নিয়োগ করা হচ্ছে। নিয়োগ হবে পশ্চিমবঙ্গের কলকাতায়। নিয়োগের জন্য প্রার্থীদের দশম শ্রেণি পাশ করতে হবে। ITI, দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে প্রার্থীদের। প্রার্থীদের বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা করে ফি দিতে হবে। SC/ST, OBC, PHP ও সংখ্যালঘু প্রার্থীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না। নথিপত্র যাচাইকরণ, শারীরিক ফিটনেস ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৬ মার্চ।