Kolkata Recruitment News: কলকাতা পৌরনিগমে একাধিক বিভাগে নিয়োগের সুযোগ, কীভাবে করবেন আবেদন?

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Updated on: Mar 13, 2023 | 5:43 PM

কলকাতা পৌরনিগমে নিয়োগের বড় খবর। একাধিক বিভাগে নিয়োগের খবর জানাল পৌরনিগম। কী কী বিভাগে নিয়োগ দেখে নিন তালিকা।

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। কলকাতা পৌরনিগমে কর্মী নিয়োগ করা হচ্ছে। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। অ্যানালিস্ট,ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে। মোট ২ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে। অ্যানালিস্ট পদে নিয়োগের জন্য স্নাতক পাশ করতে হবে প্রার্থীদের। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৫ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করা হবে ১২ মার্চের হিসাবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও ফি দিতে হবে না। এর পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্রার্থীদের। ২০ মার্চ ও ২১ মার্চ ইন্টারভিউয়ের দিন স্থির করা হয়েছে। ২০ মার্চ অ্য়ানালিস্ট পদে ইন্টারভিউ এবং ২১ মার্চ ড্রাইভার পদে ইন্টারভিউ স্থির করা হয়েছে। ইন্টারভিউ স্থল Room No.137,1st Floor,Chpief Municipal Health Officer,CMO Bldg 5,S.N.Banerjee Road,Kolkata – 700013। অ্য়ানালিস্ট পদে মাসিক বেতন ২০ হাজার টাকা। ড্রাইভার পদে মাসিক বেতন ১১,৫০০ টাকা।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla