Viral Video: জ্যান্ত হরিণকে গিলে ফেলল কমোডো ড্রাগন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Updated on: Mar 23, 2023 | 7:10 PM

হরিণও ড্রাগনটির গতির সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হয়। পালাবার পথ না পেয়ে শেষে আত্মসমর্পণ করে নিরীহ প্রাণীটি। ওই ড্রাগনটি প্রথমে হরিণটাকে তার চোয়ালে শক্ত করে ধরে থাকে

ইনস্টাগ্রামের একটি ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে। animals_powers নামক একটি ইনস্টা পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখা গেল,একটি হরিণকে দেখা মাত্রই তার পিছু পিছু ছুটতে ছুটতে চলে আসে কমোডো ড্রাগনটি। হরিণটাকে দেখা মাত্রই সে তার জিভ বের করতে থাকে। এদিকে ওই হরিণও ড্রাগনটির গতির সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হয়। পালাবার পথ না পেয়ে শেষে আত্মসমর্পণ করে নিরীহ প্রাণীটি। ওই ড্রাগনটি প্রথমে হরিণটাকে তার চোয়ালে শক্ত করে ধরে থাকে। তারপরই তাকে নিয়ে মারছুট দিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। একটু ফুরসত পেতেই গিলে ফেলে শান্ত প্রাণীটাকে। এই ভিডিয়ো দেখার পর নেটিজ়েনদের যেন মন ভেঙে গিয়েছে। কেউ কেউ আবার জানতে চেয়েছেন যে, এটা কি সত্যিকারের ভিডিয়ো?। কেউ আবার বলেছেন,এরকম একটা রোমহর্ষক ভিডিয়ো কে তুললেন,আমার তাঁকে দেখতে ইচ্ছে করছে।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla