Raigunj News: দেওয়াল লিখনে 'খাতা  খুললেন' কৃষ্ণ কল্যানী

Raigunj News: দেওয়াল লিখনে ‘খাতা খুললেন’ কৃষ্ণ কল্যানী

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 10, 2023 | 8:00 PM

শুক্রবার বিজেপির জেলা সভাপতির পর এবার শনিবার তৃণমুলের দেওয়াল লিখন শুরু হল খোদ পিএসি চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীর হাত দিয়ে। এদিন সকালে রায়গঞ্জের বাহীন গ্রাম পঞ্চায়েতের সোহারই মোড় এলাকায় তৃণমুলের দেওয়াল লিখন শুরু হয়।

পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ না হলেও দলীয় প্রতীকেই দেওয়াল লিখনে প্রচার শুরু তৃণমুলেরও। শুক্রবার বিজেপির জেলা সভাপতির পর এবার শনিবার তৃণমুলের দেওয়াল লিখন শুরু হল খোদ পিএসি চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীর হাত দিয়ে। এদিন সকালে রায়গঞ্জের বাহীন গ্রাম পঞ্চায়েতের সোহারই মোড় এলাকায় তৃণমুলের দেওয়াল লিখন শুরু হয়। সেখানে নিজে হাতে তুলি দিয়ে ঘাসফুলের প্রতীকে রঙ চড়ান কৃষ্ণ। ছিলেন এলাকার তৃণমুল নেতাকর্মীরাও। অন্যদিকে মুর্শিদাবাদে নির্বাচন পুর্ববর্তী গন্ডোগোলের ঘটনা বিক্ষিপ্ত ঘটনা বলে দাবী করে এবারের পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠভাবে হবে বলেই দাবী করেন কৃষ্ণ।