Kumar Sanu: বিতর্কে টিআরপি বাড়ে, কী বলেন শানু?

Kumar Sanu: বিতর্কে টিআরপি বাড়ে, কী বলেন শানু?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 22, 2023 | 12:32 PM

Kumar Sanu News: রিয়েলিটি শো'তে যত বিতর্ক যত বচসা ততই নাকি টিআরপি বাড়ে। কুমার শানুকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। শানু বলছেন টিআরপি তো পরে, জরুরি হল প্রতিযোগীর দক্ষতা। রিয়েলিটি শোয়ের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভারা তারকাদের সংস্পর্শে এসে পরিচিত হন দর্শক মহলে।

রিয়েলিটি শো’তে যত বিতর্ক যত বচসা ততই নাকি টিআরপি বাড়ে। কুমার শানুকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। শানু বলছেন টিআরপি তো পরে, জরুরি হল প্রতিযোগীর দক্ষতা। রিয়েলিটি শোয়ের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভারা তারকাদের সংস্পর্শে এসে পরিচিত হন দর্শক মহলে। কুমার শানু বলছেন রিয়েলিটি শো কতটা জরুরি তা তিনি জানেন না।

শানু বলছেন, তবে এটা এখন তাঁদের পেশার অঙ্গ। রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে প্রতিযোগীদের ভুল ত্রুটিগুলি তিনি ধরিয়ে দেবার চেষ্টা করেন। এই ত্রুটি ধরানোর সময় কাউকে আঘাত করতে চান না কুমার শানু। বরং গুছিয়ে প্রতিযোগীদেরকে ভুলগুলো শুধরে নেবার কথা বলেন। বাকিটা সংযোজন আর অভিনয়। রিয়েলিটি শোও আদতে বিনোদনেরই অংশ। প্রতিভা থাকলে তা চাপা থাকে না বলছেন কুমার শানু। কেদার ভট্টাচার্য বলছেন কেউ কেউ অবশ্য মনে করেন বিতর্কে টিআরপি বাড়ে। তবে এখানে তিনি শুধুই দক্ষতার বিচার করতে এসেছেন। বর্তমানে শানু ইন্ডিয়ান আইডল সিজন ১৩ এর সঙ্গে যুক্ত।